বৈশাখ পড়তে আর দিন দশেক বাকি। ইতিমধ্যেই রোদের দাপটে নাজেহাল শহরবাসী। এ হেন পরিস্থিতিতে গরম আরও বাড়ার আগে খানিক স্বস্তির আশ্বাস দিল আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা–সহ বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী তিন ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের তিন জেলায় ৪৫ কিমি প্রতি ঘণ্টা বেগে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে। পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ওরিষা ওপর ঘুর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। তারই প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গের ওপর। রাজ্যের বাঁকুড়া, পুরুলিয়াতেও রয়েছে বৃষ্টির পূর্বভাস।
আরও পড়ুন: গরমের দাপট বাড়বে এই বছর, জানাল আবহাওয়া দফতর
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতার উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস।
শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা চোখে পড়লেও তাপমাত্রা কমেনি। বরং, সকাল থেকেই প্যাচপ্যাচে গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা। এই অবস্থায় হাওয়া অফিসের এমন পূর্বাভাস রীতিমতো আশা জাগিয়েছে।
এদিকে গ্রীষ্মকালীন তাপমাত্রা নিয়ে আগাম সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপতর। এপ্রিল, মে ও জুন- মূলত এই তিন মাসে দেশের পশ্চিমাঞ্চল-সহ একাধিক অংশে সর্বোচ্চ তাপমাত্রা বিগত বছরের তুলনায় গড়ে অন্ততপক্ষে ০.৫ শতাংশ বাড়বে।