Advertisment

প্রাক বর্ষা! ধেয়ে আসছে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

প্রচণ্ড গরম থেকে অবশেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী এক দুই ঘণ্টায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata News Live, Kolkata News Today

West Bengal news today updates: কলকাতায় আজ বৃষ্টির পূর্বাভাস

গরম থেকে স্বস্তি। প্রবল দাবদহের পর রবিবাসরীয় দুপুরে খানিক জল ঢাললো প্রাক বর্ষার বৃষ্টি। এদিন বেলা ১২টা থেকেই ক্রমশ কালো হয়ে আসে শহর ও শহরতলির আকাশ। এরপরই শুরু হয় ঝড়বৃষ্টি। এখানেই শেষ নয়, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী এক-দুই ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার বুকে বয়ে যাবে প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ হাওড়া ও হুগলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

Advertisment

ইতিমধ্যে উত্তরবঙ্গের মালদায় শুরু হয়েছে প্রবল বর্ষণ। সেখানে রবিবার ভোর থেকেই শুরু হয় প্রবল বৃষ্টিপাত। জানা যাচ্ছে, সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে বাংলাদেশের ঢাকাতেও।

আরও পড়ুন: কবে আসবে বর্ষা? অপেক্ষায় বাংলা

এদিনের বৃষ্টির ফলে কাঠফাটা গরম থেকে অবশেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিয়েছে কলকাতা-সহ দুই ২৪ পরগনা। গতকালের মাত্রাতিরিক্ত গরম ও আদ্রতায় নাভিশ্বাস উঠে গিয়েছিল রাজ্যবাসীর। এদিকে বেশ কিছুদিন দেখা মেলেলি কালবৈশাখীরও। ফলে, গরমে নাজেহাল হয়ে উঠেছিল জনজীবন। রবিবারের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে ঠিকই, কিন্তু পুরোপুরি অস্বস্তি কাটছে না। হাওয়া অফিস সূত্রে খবর, বর্ষা আসতে এখনও সপ্তাহ তিনেক বাকি।

Advertisment