পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে ধেয়ে আসছে কালবৈশাখী। মূলত পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় সোমবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতার। এই অঞ্চলের উপর দিয়ে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। টানা বৃষ্টি চলবে আগামী দু-তিন ঘণ্টা।
বর্ষার আগমন নিয়ে অনিশ্চিয়তা থাকলেও নিম্নচাপের জেরে প্রাক বর্ষায় স্বস্তি মিলেছে রাজ্য বাসীর। রবিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া-সহ বিক্ষিপ্ত বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। পাশাপশি, প্যাচ প্যাচে গরমের হাত থেকেও রেহাই মিলেছে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামিকালও আকাশের মুখ থাকবে ভার। তবে বুধবার থেকে বাড়বে বৃষ্টি পাতের পরিমাণ। এ সপ্তাহের সোম ও মঙ্গলবার বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আপাতত স্বস্তির পূর্বাভাস একটাই, তা হল আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই।