ঘূর্ণিঝড় অশনির প্রভাব এখনও কাটেনি দক্ষিণবঙ্গে। রবিবার ছুটির দিনেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে শহর কলকাতায়। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে।
সময়ের আগেই এবছর বর্ষা ঢুকবে রাজ্যে। অন্তত এখনও পর্যন্ত আবহাওয়ার গতি-প্রকৃতি দেখে এমনই অনুমান আবহাওয়াবিদদের। শনিবার রাতেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের এক দফায় ঝড়-বৃষ্টি হয়েছে। শনিবারের পর রবিবার সকাল থেকেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়।
আরও পড়ুন- হাসপাতালে বিরিয়ানির বিল ৩ লক্ষ! কোটি টাকার বেশি ভুয়ো বিলে হুলুস্থুল
কলকাতার পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে এই পর্বে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্ভাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনাও রয়েছে।
এমনিতেই কেরলে বর্ষা ঢোকার সাত দিন পর বঙ্গে বর্ষার আগমন হয়। তবে এবার ঘূর্ণিঝড় অশনির জেরে নিয়মে বদল আসার সম্ভাবনাই বেশি বলে করছেন আবহাওয়াবিদদের একাংশ। অশনির জেরে সময়ের আগেই এরাজ্যে বর্ষা ঢুকে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।