সকাল থেকে পেঁজা তুলোর মতে মেঘ ভেসে বেড়াচ্ছে শহরের আকাশে। একবারে যথাযথ শরৎকাল। বৃষ্টি ভ্রুকুটি নেই আজ। প্রকৃতির সঙ্গে পুজোর গন্ধে ফুরফুরে মেজাজে আমবাঙালি। কিন্তু এই সুখ বেশিদিনের নয়। পুজোয় কলকাতায় বৃষ্টির সম্ভাবনার কথাই শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর কাছে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া দুটি নিম্নচাপ দুর্বল হয়ে এসেছে। কাজেই কমে গেছে বৃষ্টির পরিমাণ। পঞ্চমী পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। তবে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর দিন বৃষ্টিতে ভিজবে কলকাতা এবং শহরতলি। নবমী, দশমীতে বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণও। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: ‘সবই টালা ব্রিজের দয়া, নয় টাকায় কলকাতা ঘুরছি’!
বিগত বেশ কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে মন ভালো নেই রাজ্যবাসীর। সবার মুখে একটাই প্রশ্ন পুজোয় বৃষ্টি হবে? পুজোতে প্রায় প্রত্যেকদিনই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও সেই বৃষ্টির স্থায়ীত্ব হবে দশ থেকে পনেরো মিনিট। তবে সেই চিন্তায় আর শঙ্কিত নয় বাঙালি হৃদয়। উৎসবপ্রিয় বাঙালি বিক্ষিপ্ত বৃষ্টি মাথায় নিয়েই যে দুগ্গা দর্শনে বেরিয়ে পড়বে, তা বলার উপেক্ষা রাখে না।