Bengal Weather Update: জোড়া ঘূর্ণাবর্তের দাপটে দক্ষিণবঙ্গে এবার খেল দেখাবে বর্ষা? বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আগামী সোমবার নাগাদ নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে সাগরে। ঘূর্ণাবর্তের জোড়া ফলায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়া নিয়েও রয়েছে বড় খবর।
এবছর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টির এখনও ব্যাপক ঘাটতি রয়ে গিয়েছে। সেই ঘাটতি এবছর আর পূরণ হবে বলে আশা করছেন না আবহাওয়াবিদরাও। ভরা ভাদ্রে বৃষ্টিহীনতায় অস্বস্তিকর ভ্যাপসা গরম পরিস্থিতি অসহনীয় করে তুলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শহর কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও আর্দ্রতাজনিত অস্বস্তির জেরে তুঙ্গে উঠছে ভোগান্তি।
তবে এবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালেন আবহাওয়াবিদরা। বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের দাপটে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার শহর কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
শনিবার রাজ্যের উপকূলর্তী জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবার এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকলেও রবিবার থেকে তাপমাত্রা কমার ইঙ্গিত মিলেছে। এবছর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ব্যাপক ঘাটতি রয়ে গেলেও স্বাভাবিক বৃষ্টি পেয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি। তবে আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ কমতে পারে।