Bengal Weather Update: বঙ্গোপসাগরের বুকে শক্তি আরও বাড়বে নিম্নচাপের। তারই জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। প্রবল এই দুর্যোগের জেরে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে আবারও প্লাবন পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? আজকের ওয়েদার আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বাড়বে নিম্নচাপের। তারই জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শুধু বৃষ্টি নয়, সেই সঙ্গে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ সপ্তাহের প্রথম দিন সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আপাতত গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে মৎস্যজীবীদের। আগামিকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এই পর্বে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলতে পারে দুর্যোগ।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতায় আজ সকাল থেকেই কোথাও হালকা কোথায় মাঝারি বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ মহানগরীতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তারই জেরে শহরের নিচু এলাকাগুলিতে জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- RG Kar Incident Kolkata: আরজি কর কাণ্ডে এবার সুপ্রিম হস্তক্ষেপ, CJI-র নেতৃত্বে আগামী মঙ্গলবার শুনানি
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। আপাতত উত্তরবঙ্গের সব জেলাতেই কম-বেশি বৃষ্টি চলবে। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- সুখেন্দুশেখরের সুরেই এবার রাজ্যের মন্ত্রী, আর জি কর কাণ্ডে কী দাবি সাবিনার?