West Bengal Weather Today: বঙ্গের দুয়ারে ফের এক নিম্নচাপের ভ্রুকূটি। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখাও সক্রিয় গোটা বাংলায়। বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা কয়েক গুণে বেড়ে গিয়েছে। তারই জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ থেকে শুরু করে আগামী কয়েকদিন আবারও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? আজ কলকাতা শহরেও দিনভর বৃষ্টি? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার আবারও দক্ষিণবঙ্গের ৬ জেলায় বৃষ্টির (Rainfall) পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই ২৪ পরগনায়। কাল বৃষ্টির রেশ কমলেও শনিবার থেকে ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। আগামী রবিবার সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনায়।
কলকাতার ওয়েদার আপডেট
বৃহস্পতিবার সকাল থেকে কলকাতায় মেঘলা আকাশ। আজ তিলোত্তমা মহানগরীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে কলকাতা শহরে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আগামী কয়েক দিনে শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- Bangladeshi refugees: ভিটেমাটিতেই আক্রান্ত! প্রাণ-মান বাঁচাতে একবস্ত্রে ভারত সীমান্তে ভিড় হিন্দু শরণার্থীদের
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পঙের (Kalimpong) পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়িতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামিকাল শুক্রবার উত্তরবঙ্গের উপরের দিকের এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার জেলায়। মোটের ওপর এই সপ্তাহের পুরোটাই উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে।
আরও পড়ুন- Bangladesh Violence: ইস্কনে হামলা, আক্রান্ত হিন্দুরা, বাংলাদেশ কাণ্ডে ‘মোমবাত্তিওয়ালাদের’ খোঁজ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির