Bengal Weather Forecast: বাংলা ঘেঁষে নিম্নচাপের অবস্থান। অন্যদিকে বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। দুয়ের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। সমুদ্র উত্তাল, বিপদের আশঙ্কায় ইতিমধ্যেই পাড়ে ফিরেছেন মৎস্যজীবীরা। আগামী দিন কয়েক মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? জেনে নিন আজকের ওয়েদার আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির দাপট শুরু হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী তিন থেকে চার দিন পরিস্থিতি কম-বেশি এমনই থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির দাপট বেশি থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ শনিবারের পর রবিবারেও ভারী বৃষ্টির দাপট থাকবে। এই পর্বে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমন পরিস্থিতি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতার ওয়েদার আপডেট
শনিবার সকাল থেকে শহর কলকাতায় মেঘলা আকাশ। আজ তিলোত্তমা মহানগরীতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শনিবারে পর আগামিকাল রবিবারেও কলকাতায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটের উপর আগামী কয়েকদিন কলকাতা শহরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।
আরও পড়ুন- পুজোয় পুরী? ভ্রমণপ্রিয় বাঙালির জন্য ফাটাফাটি বন্দোবস্ত! রেলের বাম্পার উদ্যোগ দারুণ সাড়া ফেলবে
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে দুই দিনাজপুর এবং মালদা জেলাতেও। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।
আরও পড়ুন- Kolkata Metro: পাতালপথে গর্বের ইতিহাস কলকাতা মেট্রোর! দুরন্ত কীর্তির দিগন্তজোড়া প্রশংসা
আরও পড়ুন- 'শেষমেশ খুনিদের সঙ্গেই কাজ করব?' আতঙ্কে আরজি করের ছাত্রী, জানালেন হস্টেলের পরিস্থিতিও