Advertisment

ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

একটানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বানভাসি দশা তৈরি হয়েছে। বৃষ্টি বাড়লে পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update of bengal on 2 october, 2021

লাগাতার বৃষ্টির পর শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। তাতেই পরিস্থিতির বেশ খানিকটা উন্নতি হয়েছে। জল নামছে নীচু এলাকাগুলি থেকে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisment

আপাপত নিম্নচাপ কেটেছে দক্ষিণবঙ্গে। শুক্রবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছিল। দক্ষিণবঙ্গে আপাতত পরিস্থতির উন্নতি হলেও ভারী বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ। শনিবার মালদহ, দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও শনিবার দফায়-দফায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অপিস। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদে আজ ফের এক বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

এদিকে গত কয়েকদিনের একটানা বৃষ্টির জেরে বানভাসি দশা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। বিশেষ করে হুগলির আরামবাগ, খানাকুল, পুরশুড়ার পরিস্থিতি ভয়াবহ। বন্যা পরিস্থিতি মোকাবিলায় এলাকায় সেনা নামানো হয়েছে।

আরও পড়ুন- Daily Horoscope, 2 October 2021: অর্থপ্রাপ্তি বৃষের, ব্যস্ততা বাড়বে মকরের! পড়ুন রাশিফল

শিলাবতীর জল উপচে প্লাবিত ঘাটালও। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। জলের তোড়ে একাধিক বাড়িও ভেঙে পড়েছে ঘাটালে। বিহার-ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির দরুণ জল ছাড়ছে ডিভিসি। ডিভিসি-র ছাড়া জলে রাজ্যের একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবারই বিষয়টি নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের 'ম্যান মেড বন্যা' তত্ত্ব সামনে এনেছেন মুখ্যমন্ত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal Weather Today weather Weather Report Bengal Weather Forecast
Advertisment