Advertisment

West Bengal Weather Update: তুমুল বৃষ্টির তুফানি সতর্কতা! ধুঁয়াধার দুর্যোগে প্লাবন আশঙ্কা কোন কোন জেলায়?

IMD Weather Forecast Update: গত কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে বৃষ্টির জোরালো দাপট জারি রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দফায় দফায় কোথাও মাঝারি কোথাও ভারী কোথাও আবার অতি ভারী বৃষ্টির জেরে জলমগ্ন দশা তৈরি হয়েছে। একটানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। এরই মধ্যে শনিবার থেকে জল ছাড়তে শুরু করেছে DVC। বৃষ্টির দাপট কয়েকদিনে না কমলে প্লাবন পরিস্থিতি তৈরির আশঙ্কাও বাড়ছে একাধিক জেলায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update, আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টি

Kolkata Weather Today: তুমুল বৃষ্টিতে ইতিমধ্যেই জলমগ্ন একাধিক এলাকা।

Kolkata Weather Today: আপাতত বৃষ্টির (Rain) হাত থেকে নিস্তার নেই রাজ্যের। উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী দিন সাতেক বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তবে আজ রবি ও আগামিকাল সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

Advertisment

গভীর নিম্নচাপের জেরে গোটা রাজ্যে তুমুল দুর্যোগ চলছে। কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির জেরে জলমগ্ন দশা একাধিক এলাকায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দিন সাতেক উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবি ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। রবিবার বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর জেলায়। আগামিকাল অর্থাৎ সোমবার বৃষ্টির দাপট কমলেও মঙ্গলবার ফের একবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন- Akhil Giri: 'বেয়াদপ, জানোয়ার', মহিলা ফরেস্ট অফিসারকে আক্রমণ অখিলের! চাকরির 'আয়ু' বলে দিলেন বনাধিকারিককে

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

রবিবার উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে। একই সঙ্গে ভারী বৃষ্টির (Heavy Rainfall) প্রভাব দেখা যেতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতেও। উত্তরবঙ্গে বৃষ্টি পিছু ছাড়বে না সোমবারেও। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়।

আরও পড়ুন- Flood Situation In Bengal: বিপদে বাংলা! DVC-র জল ছাড়ায় ভেসে যাবে সব? চূড়ান্ত আশঙ্কার কথা শোনালো নবান্ন

সেই সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে। উত্তরবঙ্গের উপরের দিকে ৫ জেলায় প্রবল বৃষ্টির কমলা সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে।

আরও পড়ুন- Ilish: ইলিশপ্রেমীরা আহ্লাদে আটখানা হবেনই! টন টন মাছ ঢুকছে, দাম কোথায় নামতে পারে জানেন?

কোথাও ভারী কোথাও মাঝারি বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের বহু নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে জল ছাড়তে শুরু করেছে DVC। প্লাবন পরিস্থিতি তৈরির আশঙ্কাও করছে নবান্ন। শনিবার থেকে জল ছাড়ছে DVC। পরিস্থিতি এমনটা চলতেই থাকলে, অর্থাৎ বৃষ্টির প্রভাব না কমলে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা করা হচ্ছে।

Weather Report weather update weather today Weather Forecast
Advertisment