কখনও কড়া রোদ, আবার কখনও কালো মেঘের ঘনঘটা। আমফান পরবর্তী বাংলার আকাশে আবহাওয়ার এমন খামখেয়ালিপনার ছবিই ভাসছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, কয়েক ঘণ্টার মধ্য়ে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, আজ থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, দুই বর্ধমানে বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ওই এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন: বাংলায় লকডাউন ১৫ জুন পর্যন্ত, চালু হবে শ্যুটিং, খুলছে শপিং মল-রেস্তোরাঁ-হোটেল
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
এদিকে, জুন মাস মানেই বর্ষা আসার সময়। দেশে প্রথম কেরলে বর্ষা ঢোকে। বাংলায় কবে বর্ষা ঢুকবে, সে ব্য়াপারে এখনও কিছু জানা যায়নি। কলকাতায় বর্ষা আশার স্বাভাবিক সময় ১০ জুন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন