West Bengal Weather Today: আপাতত বৃষ্টির হাত থেকে নিস্তার নেই বাংলার। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই চলবে বৃষ্টির দাপট। তবে সব জায়গাতেই বৃষ্টির দাপট সমান হবে না। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার দিনভর দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণের বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আগামী বুধবার দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার ওয়েদার আপডেট
আজ সকাল থেকে শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা। বেলার দিকে মহানগরী তিলোত্তমায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা শহরে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন- Bangladesh Crisis: ৪ দিন ধরে মুর্শিদাবাদের গ্রামে লুকিয়ে ছাত্রলিগ নেতা, জানতে পেরে BSF যা করল…
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস হয়েছে। এছাড়া দুই দিনাজপুর ও মালদা জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুন- Junior Doctor Protests: জরুরি বিভাগেও জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, আর জি করে অচলাবস্থা অব্যাহত