Advertisment

বঙ্গে বাড়ল পারদ, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস, কলকাতায় শুরু বৃষ্টি

একধাক্কায় ফের ৪ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। এদিকে শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার। রোদের দেখা নেই। মাঝেমধ্যেই বইছে ঝোড়ো বাতাস।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal kolkata weather updates 4 february 2022

ভরা মাঘেও অস্বস্তির বৃষ্টি রাজ্যে।

ভরা মাঘে বাড়ল পারদ। একধাক্কায় ফের ৪ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। এদিকে শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার। রোদের দেখা নেই। মাঝেমধ্যেই বইছে ঝোড়ো বাতাস। আবহাওয়া দফতরের পূর্বাভাস শুক্রবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হবে। যার রেশ বজায় থাকবে শনিবারও। ফলে আপাতত শীতের ইনিংসে ঘাটতি পড়ার সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে প্রচুর পরিমাণে জ্বলীয়বাষ্প রাজ্যে প্রবেশ করবে। যার জেরে সপ্তাহান্তেও বৃষ্টি চলবে। বেলা বাড়তেই কলকাতায়

Advertisment

আজ মোট ১৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার উত্তরবঙ্গের সবকটা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই দিনাজপুর, মালদায় ভারী বৃষ্টি হতে পারে। শিলা বৃষ্টি সম্ভাবনা রয়েছে । শনিবারও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হবে। রাতের তাপমাত্রা আগামীতে প্রায় ২ ডিগ্রি বাড়তে পারে।

রাঢ়বঙ্গের জেলা বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান ও বাঁকুড়া এবং উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়াতে প্রবল বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে হতে পারে কালবৈশাখির মতো ঝড়। হাওয়ার সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৭৫ কিলোমিটার।

এদিন, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ।

সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে শীত বজায় থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয় বলেই দাবি আবহবিদদের।

আরও পড়ুন- বাংলায় নিম্নমুখী দৈনিক সংক্রমণ-পজিটিভি রেট, ভাবাচ্ছে মৃত্যু হার

weather weather update weather today Bengal Weather Weather Forecast West Bengal Weather Today Kolkata Weather
Advertisment