দুয়ারে দুর্গাপুজো, আশ্বিনের প্রথম রবিবার, ধুম কেনাকাটার। কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারেন বরুণদেব। কারণ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ, রবিবার দিনভর বৃষ্টি চলবে। কলকাতা সহ গোটা বাংলায়জুড়েই বর্ষণ হবে। বঙ্গোপসাগরের উপর সৃষ্ট জোড়া ঘূর্ণাবর্তের জেরঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে, অন্য একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ বাংলাদেশের উপর অবস্থান করছে। এছাড়াও, বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অক্ষরেখাও বিস্তৃত। এই জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জেরেই আজ দিনভর রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতায় রবিবার ভারী বৃষ্টি হবে। এছাড়া, দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, নদিয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু আজই নয়, সোমবার ও মঙ্গলবারও এইসব জেলায় ভারী বৃষ্টিপাত হবে। বুধবার থেকে কিছুটা পরিবর্তন হতে পারে আবহাওয়ার পরিস্থিতি।
বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের দার্জিলিং ও আলিপুরদুয়ারে। বাকি জেলাগুলিতে মাঝারি বা হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বভাস।
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রির আশেপাশে। সব্রনিম্ন ২৭ ডিগ্রির কাছাকাছি। বৃষ্টি হলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও বজায় থাকবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন