Advertisment

ঝকঝকে কলকাতার আকাশ, বিকেলের পর বঙ্গে বৃষ্টির পূর্বাভাস

শক্তিক্ষয় হয়ে ঘূর্ণিঝড় গুলাব বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । যা ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিমদিকে এগোচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
todays west bengal weather updates 17 march 2022

সকাল থেকেই কলকাতার আকাশে আকাশ রোদ ঝলমলে। ছবি: শশী ঘোষ

অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় গুলাব। কিন্তু আগেই জানানো হয়েছিল যে এর সরাসরি প্রভাব বাংলায় পড়বে না। কলকাতা সহ সংলঙ্গ জেলাগুলিতে সকাল থেকেই রোদের দেখা মিলছে। তবে, বেলা বাড়লে বৃষ্টির পূর্বভাল দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উপকূলীয় এলাকায় বইবে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার থেকে টানা ৪৮ ঘন্টা ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ।

Advertisment

শক্তিক্ষয় হয়ে ঘূর্ণিঝড় গুলাব বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিমদিকে এগোচ্ছে। আগামী কয়েক ঘণ্টায় এটি আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। ফলে বাংলায় এদিন সকালে বৃষ্টির মাত্রা কমবে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বিকেল থেকে বাংলার দক্ষিণের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাত হবে। বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি সঞ্চয় করছে। যেটি ঝাড়খণ্ডের উপর দিয়েআজ বয়ে যাবে। যার জেরেই কলকাতা সহ দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রামে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরদিন অর্থাৎ, ২৮ সেপ্টেম্বর বৃষ্টি হবে রাজ্যের পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে।

সোমবার কলকাতার আকাশ পরিষ্কার। দেখা মিলছে রোদের ঝলকও। তাপমাত্রাও স্বাভাবিকই। এদিন মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ। ফলে অস্বস্তি বজায় থাকবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

weather update West Bengal Weather Today weather kolkata Weather Forecast
Advertisment