এবার উমার শ্বশুর বাড়ি ফেরার পালা। বিজয়া দশমীর দিনও কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরেরপূর্বাবভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। ভিজবে, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া।
তবে, দুই দিনাজপুর, মালদহ ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু, শনিবার থেকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। রবি এবং সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিন সকালে কলকাতার আকাশে রোদের দেখা মিলেছে। তবে আকাশ প্রধানত মেঘলাই থাকবে। কয়েক পশলা বৃষ্টি হতে পারে। যদিও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিন দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৬ ডিগ্রির কাছাকাছি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন