Advertisment

West Bengal 42 seats Exit Poll: বাংলায় ইতিহাস লিখবে BJP? নাকি অকল্পনীয় ফল তৃণমূলের? সমীক্ষায় কোথায় বাম-কংগ্রেস?

ভোটের ফল গণনার আগেই দেশের 'মেজাজ' জানুন এক্সিট পোলে। তবে বুথ ফেরত সমীক্ষা বা এই এক্সিট পোলের তথ্য নেহাতই অনুমান ভিত্তিক। কিছু ভোটারদের সঙ্গে কথা বলে ও আর কয়েকটি বিষয়ের উপর অনুমান করেই এক্সিট পোলের হিসেব তৈরি হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Election Exit Poll Result, Indian General Election Exit Poll Results, Lok Sabha Election Exit Poll, Lok Sabha Exit Poll Result, Election Exit Poll Result, General Election Exit Poll Result Live, Lok Sabha Election Result Exit Poll Live Updates, Lok Sabha Exit Poll Results, Exit Polls Result Live, Exit Poll result, Lok Sabha Election Exit Poll Result in Bengali

বাংলায় গেরুরা ঝড়ের দাপট? জোর ধাক্কা খেতে চলেছে শাসক দল, আসন সংখ্যার নিরিখে এগিয়ে কে?

Exit Poll Results 2024 Live Updates: শনিবারই দেশজুড়ে শেষ হয়েছে লোকসভা ভোট পর্ব। গতকাল সকাল থেকে সপ্তম তথার নির্বাচনের একেবারে শেষ পর্ব এমনকী তার পরেও বাংলার দিকে দিকে অশান্তির ছবি সামনে এসেছে। ভোটে হিংসার পুরনো ট্র্যাডিশন গতকাল ফের সামনে এসেছে। কোথাও হাতাহাতি আবার কোথাও ভুয়ো ভোটারের দাপট, কোথাও আবার বাইক বাহিনীর তাণ্ডব, বাদ যায়নি কিছুই। সপ্তম দফার ভোটেও বাংলায় রক্ত ঝরেছে। এককথায় কিছুতেই রোখা যায়নি ভোটসন্ত্রাস। সব মিলিয়ে বাংলার ভোটে ফের একবার অশান্তির পুরনো ছবি সামনে এসেছে গতকালই। ভোট শেষের পরেই বেরিয়েছে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা। সেই সমীক্ষাতেই বিভিন্ন সংস্থা রাজনৈতিক দলগুলির কার কী ফল হতে পারে তারই একটা ইঙ্গিত দিয়েছে।

Advertisment

১৯ এপ্রিল থেকে শুরু হওয়া লোকসভা নির্বাচন শনিবার শেষ হয়েছে। সাত দফায় দেশের মোট ৫৪৩টি আসনের ফলাফল এখন ইভিএমে বন্দী। আগামী ৪ জুন ভোটের ফল প্রকাশ। দেশ জুড়ে চরম উত্তেজনা। ফের কী ক্ষমতায় ফিরবেন মোদী? এই নিয়ে জল্পনা আরও জোরালো হচ্ছে। এদিকে বিরোধী ইন্ডিয়া জোট ক্ষমতা দখলের বিষয়ে আশাবাদী। শেষ দফার ভোটে ৮টি রাজ্যের ৫৭টি আসনের ভোটপর্ব অনুষ্ঠিত হয়।

৪৪ দিনের দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়ার পর, ৪ জুন ভোট গণনা, সামনে আসবে ফলাফল। তবে তার আগেই দেশের 'মেজাজ' জানা যাচ্ছে এক্সিট পোলে। কেন্দ্রের ক্ষমতার রাশ এবার কার হাতে যাবে তা নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ। এক্সিট পোল হল ভোটাররা তাদের ভোট দেওয়ার পরে কী বলেন তার উপর ভিত্তি করে একটা ভবিষ্যদ্বাণী। এক্সিট পোলের পূর্বাভাস প্রকাশ থেকে একটা আঁচ পাওয়া যেতে পারে দেশের গুরুদায়িত্ব কার কাঁধে যেতে চলেছে।

আরও পড়ুন - < Baranagar Assembly By Elections 2024: চরম অশান্তি বরানগর উপনির্বাচনেও, তেড়ে গিয়ে ভুয়ো ভোটার ধরলেন সজল ঘোষ >

এখন পর্যন্ত আসা চারটি এক্সিট পোল সংখ্যার গড় অনুসারে, বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ প্রায় ৩৬৫টি আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে ক্ষমতায় ফিরতে চলেছে। বিরোধী ইন্ডিয়া জোট ১৪২ আসন পেতে চলেছে। অন্যান্যরা পেতে পারে ৩৬টি আসন। এদিকে বাংলার আসন সংখ্যার নিরিখে ABP C Voter সমীক্ষা অনুসারে ১৩-১৭টি আসন পেতে চলেছে তৃণমূল। ২৩-২৭টি আসন পেতে চলেছে বিজেপি। ১-৩টি আসন পেতে চলেছে বাম-কংগ্রেস জোট। ভোটের শতাংশের নিরিখে ৪১.৫ শতাংশ ভোট পেতে চলেছে তৃণমূল। ৪২.৫ শতাংশ ভোট পেতে চলেছে বিজেপি। বাম-কংগ্রেস জোট পেতে চলেছে ১৩.২ শতাংশ। অন্যান্যরা পেতে চলেছে ২.৮ শতাংশ ভোট।

tmc Exit Poll লোকসভা নির্বাচন ২০২৪ bjp
Advertisment