মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার ঘোষণা করেন, এরাজ্যে অন্তত ৯০ শতাংশ মানুষ দুটাকা প্রতি কিলো দরে চাল পাচ্ছেন।
'খাদ্য সাথী দিবস' উপলক্ষ্যে মমতা জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে জঙ্গলমহল, পাহাড় অঞ্চল, ঘূর্ণিঝড় আয়লা-বিধ্বস্ত এলাকা, সিঙ্গুরের কৃষক, চা বাগানের শ্রমিক, এবং টোটো উপজাতিকে বিশেষ সাহায্য প্রদান করা হচ্ছে।
ইংরেজিতে লেখা তাঁর টুইটে তিনি বলেন, "আজ খাদ্য সাথী দিবস। বাংলার ৮.৫ কোটিরও বেশি মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত করেছি, তাঁরা ২ টাকা প্রতি কেজি চাল পাচ্ছেন। জঙ্গলমহল, পাহাড় অঞ্চল, ঘূর্ণিঝড় আয়লা-বিধ্বস্ত এলাকা, সিঙ্গুরের কৃষক, চা বাগানের শ্রমিক, এবং টোটো উপজাতিকে বিশেষ সহায়তা প্রদান করছি।"
আজ থেকে তিন বছর আগে ২৭ জানুয়ারি, ২০১৬ সালে খাদ্য সাথী প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই উদ্যোগের ফলে রাজ্যের প্রায় ৯০ শতাংশ মানুষ দুটাকা প্রতি কেজি চাল ও গম কিনতে পারবেন। আরো ৫০ লক্ষ রাজ্যবাসী চাল ও গম কিনতে পারবেন বাজারদরের অর্ধেক দামে।