Advertisment

West Bengal Assembly By Election: ভোট মিটতেই ফের ভোট বাংলায়! রাজ্যের ৪ কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা

WB Assembly By Election 2024: রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা হয়ে গেল। লোকসভা নির্বাচন মিটতেই ফের রাজ্যে ভোটের দামামা বেজে গেল। উপনির্বাচনের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে আগামী ১৪ জুন। মনোনয়নপত্র জমার শেষ তারিখ আগামী ২১ জুন।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Assembly By Election 2024 in four assemble seats

WB Assembly By Election 2024: রাজ্যে চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা।

West Bengal Assembly By Election: লোকসভা ভোট মিটতেই রাজ্যে বিধানসভা উপনির্বাচনের তোড়জোড় শুরু। আগামী ১০ জুলাই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। উপনির্বাচন হবে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা কেন্দ্রে।

Advertisment

লোকসভা ভোট মিটতেই এবার উপনির্বাচনের তোড়জেডা় তুঙ্গে। রাজ্যের চারটি কেন্দ্র বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা হয়ে গেল। আগামী ১০ জুলাই রাজ্যের চারটি কেন্দ্রে উপনির্বাচন হবে। রায়গঞ্জ কেন্দ্র থেকে কৃষ্ণ কল্যাণী BJP-র বিধায়ক হয়ে জিতেছিলেন একুশের নির্বাচনে। পরে তিনি তৃণমূলে যোগ দেন। তিনি এবারের লোকসভা ভোটে রায়জঞ্জ কেন্দ্র থেকে জোড়াফুলের প্রার্থী হয়ে জেতেন। রায়গঞ্জ কেন্দ্রটি ফাঁকা হওয়ায় সেখানে হবে উপনির্বাচন।

একুশের নির্বাচনে একইভাবে বাগদা কেন্দ্র থেকে BJP-র টিকিটে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস। পরে তিনি তৃণমূলে ফেরেন। এবারের লোকসভা নির্বাতনে বনগাঁ থেকে তৃণমূল তাঁকে প্রার্থী করে। যদিও ভোটে তিনি পরাজিত হয়েছেন BJP-র শান্তনু ঠাকুরের কাছে। বাগদা সিটটিও খালি থাকায় সেখানেও আগামী ১০ জুলাই হবে বিধানসভা উপনির্বাচন হবে।

আরও পড়ুন- Digha: পর্যটকদের জন্যই অভূতপূর্ব বন্দোবস্ত দিঘায়! যুগান্তকারী এই উদ্যোগের দুরন্ত প্রশংসা!

অন্যদিকে, রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক ছিলেন মুকুটমণি অধিকারী। তিনিও এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই করেন। ওই কেন্দ্রটি ফাঁকা থাকায় এবার সেখানেও হবে উপনির্বাচন। একইভাবে দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে মানিকতলা কেন্দ্রটিও। প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে ছিলেন মানিকতলার বিধায়ক। এবার শহর কলকাতার প্রাণকেন্দ্রের এই মানিকতলাতেও রাজ্যের বাকি তিন কেন্দ্রের সঙ্গেই হবে উপনির্বাচন।

আরও পড়ুন- AC Machine: জ্বালাপোড়া গরমে প্রাণ জুড়োচ্ছে AC, ঘর ঠান্ডার এই মেশিন নিয়েই নয়া আশঙ্কা-দুর্ভোগ!

West Bengal Election Raiganj West Bengal Assembly By Election
Advertisment