Advertisment

WB By Election Result Highlights: মারকাটারি জয়ে 'আত্মবিশ্বাসী' তৃণমূল, ২৬-এ মুখ্যমন্ত্রী কে? জানিয়ে দিলেন পার্থ!

By Election Result : গত ১০ জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। আজ সেই চার কেন্দ্রের ভোটের ফল ঘোষণা হতেই দেখা গেল সবুজ ঝড়।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal assembly by election results live updates, পশ্চিমবঙ্গ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা

By Election Result Live Update: বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা।

By Election Result Highlights: চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের বিরাট জয়, বিজেপির বিপর্যয়। লোকসভার পর বাংলায় ফের হার বিজেপির। উপনির্বাচনের লড়াইয়ে ৪-০ ব্যবধানে জয় তৃণমূলের। লোকসভা ভোটেও তিনটি আসনে এগিয়েছিল BJP। এবার তিনটি বিধানসভা আসনই হাতছাড়া গেরুয়া শিবিরের। বিজেপির থেকে রায়গঞ্জ, বাগদা ছিনিয়ে নিল তৃণমূল। বিজেপির রানাঘাট দক্ষিণও এবার তৃণমূলের দখলে চলে গেল। মানিকতলাতেও সবুজ ঝড়।

Advertisment

রায়গঞ্জে প্রথমবার জয় পেল তৃণমূল। রায়গঞ্জ বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানী। প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। বাগদায় একুশের নির্বাচনে জয় পেয়েছিল বিজেপি। উপনির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছিল ঠাকুরবাড়ির সদস্য তথা মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে। ৩৩ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি।

রানাঘাট দক্ষিণেও জয় তৃণমূলের। ৩৮ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের মুকুটমণি অধিকারী। কলকাতার মানিকতলা কেন্দ্রেও সবুজ সুনামি। উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী প্রয়াত প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। প্রায় ৬২ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি।

  • Jul 13, 2024 13:59 IST
    স্বপ্ন ভঙ্গ মোদীর

    বাংলার পাশাপাশি দেশের ১৩ বিধান সভা উপনির্বাচনে ১২ টি কেন্দ্রে পিছিয়ে বিজেপি। লোকসভা ভোটের পর বিধান সভা উপনির্বাচনেও স্বপ্ন ভঙ্গ মোদীর। বাংলার চার আসনের চারটিতেই জয়ী রয়েছে তৃণমূল।



  • Jul 13, 2024 13:47 IST
    ২০২৬ এ মুখ্যমন্ত্রী ফের মমতা বন্দ্যোপাধ্যায়।

    সংগঠন এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী। ২০২৬ সালে নিশ্চিত মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চার কেন্দ্রে জয় পেয়ে এমনই মন্তব্য তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের।



  • Jul 13, 2024 13:44 IST
    বিজেপির থেকে বাগদা, রায়গঞ্জ, রাণাঘাট দক্ষিণ ছিনিয়ে নিল তৃণমূল

    বিজেপির থেকে বাগদা, রায়গঞ্জ, রাণাঘাট দক্ষিণ ছিনিয়ে নিল তৃণমূল। বাংলার উপনির্বাচনের ফল ৪-০। এদিকে প্রথম বার ভোটের ময়দানে জয় পেয়ে উচ্ছ্বসিত মধুপর্ণা ঠাকুর। তিনি বলেছেন, বাগদা আসন এই আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছে।



  • Jul 13, 2024 13:43 IST
    বিজেপির থেকে বাগদা, রায়গঞ্জ, রাণাঘাট দক্ষিণ ছিনিয়ে নিল তৃণমূল

    বিজেপির থেকে বাগদা, রায়গঞ্জ, রাণাঘাট দক্ষিণ ছিনিয়ে নিল তৃণমূল। বাংলার উপনির্বাচনের ফল ৪-০। এদিকে প্রথম বার ভোটের ময়দানে জয় পেয়ে উচ্ছ্বসিত মধুপর্ণা ঠাকুর। তিনি বলেছেন, বাগদা আসন এই আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছে।



  • Jul 13, 2024 13:40 IST
    ছাপ্পা ভোটেই জয়, পরাজয়ের পর মুখ খুললেন বাগদার বিজেপি প্রার্থী

    ৩০ হাজারেও বেশি ভোটে জয়ী মধুপর্ণা ঠাকুর। ১৩ বছর পর খরা কাটল তৃণমূলের। উচ্ছ্বাস তৃণমূলের কর্মী - সমর্থকদের মধ্যে। দফায় দফায় বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে ঘিরে চলে স্লোগান । ভোট সুষ্ঠ ভাবে হয়নি বলেই দাবি তাঁর। ছাপ্পা ভোট না হলে বিজেপি জিতত বাগদা আসনে। এমনই দাবি করলেন বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস।



  • Jul 13, 2024 13:37 IST
    মানুষ বিভ্রান্ত হয়ে বিজেপিকে ভোট দিয়েছে'

    মানুষ বিভ্রান্ত হয়ে বিজেপিকে ভোট দিয়েছে। বিধান সভা উপনির্বাচনে বাংলার মানুষ আর ভোট নষ্ট করতে চায়নি। তারই ফল আজকের ফলাফল। এমনই দাবি তৃণমূল নেতা কুনাল ঘোষ।



  • Jul 13, 2024 13:30 IST
    চার কেন্দ্রে জয়, সবুজ আবিরে দেদার সেলিব্রেশন

    লোকসভার পর বাংলার চার রাজ্যে বিধান সভা উপনির্বাচন। আর চার কেন্দ্রেই জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল। ১৩ বছর পর বাগদা আসন থেকে বিরাট জয় ছিনিয়ে নিল তৃণমূল। রাজ্য জুড়ে খুশির আমেজ। সবুজ আবিরে মেতে উঠেছেন তৃণমূল কর্মী সমর্থকরা।



  • Jul 13, 2024 13:28 IST
    মানিক তলা উপনির্বাচনে বিরাট জয় তৃণমূলের

    মানিক তলা উপনির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রেখে ঝড় তুলল তৃণমূল। প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তী পান্ডে এই আসন থেকে জয়ী হয়েছেন। প্রাপ্ত ভোটের নিরিখে রেকর্ড গড়েছেন তিনি। ৬২ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী।



  • Jul 13, 2024 13:27 IST
    মানিক তলা উপনির্বাচনে বিরাট জয় তৃণমূলের

    মানিক তলা উপনির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রেখে ঝড় তুলল তৃণমূল। প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তী পান্ডে এই আসন থেকে জয়ী হয়েছেন। প্রাপ্ত ভোটের নিরিখে রেকর্ড গড়েছেন তিনি। ৬২ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী।



  • Jul 13, 2024 13:25 IST
    বিজেপি প্রার্থীকে ঘিরে 'জয় বাংলা স্লোগান'

    বাগদা বিধান সভা উপনির্বাচনে জয়ী মধুপর্ণা ঠাকুর। বিজেপি প্রার্থীকে ঘিরে 'জয় বাংলা স্লোগান'। পুলিশি ঘেরাটোপে গণনা কেন্দ্র ছাড়লেন বিনয় বিশ্বাস।



  • Jul 13, 2024 13:22 IST
    চার শূন্য, বাংলায় উপনির্বাচনে খালি খাতে বিজেপি

    দেশ জুড়ে দাপট দেখালো ইন্ডিয়া জোট। বাংলাতেও সেই ধারা অব্যাহত। চার কেন্দ্রে জয়ী তৃণমূল। তৃণমূল কর্মী সমর্থকের মধ্যে সেলিব্রেশনের মুড।



  • Jul 13, 2024 13:13 IST
    মানিক তলায় জয়ের মুখে তৃণমূল

    লোকসভার পর ফের বাংলায় ব্যাকফুটে বিজেপি। চার কেন্দ্রে জয় ছিনিয়ে নিল তৃণমূল। ১৩ বছর পর বাগদা বিধানসভায় জয় ছিনিয়ে নিল তৃণমূল। মানিক তলা উপনির্বাচনে ১৩ রাউণ্ড শেষে জয়ের পথে তৃণমূল।



  • Jul 13, 2024 11:51 IST
    এগিয়ে তৃণমূল

    বিধানসভা উপনির্বাচনে চার কেন্দ্রের চারটিতেই এগিয়ে তৃণমূল। রায়গঞ্জ কেন্দ্রে জয়ী তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। নবম রাউন্ডের গণনা শেষে বাগদা কেন্দ্রে তৃণমূলের মধুপর্ণা ঠাকুর ২০ হাজার ৮৮৪ ভোটে এগিয়ে। অষ্টম রাউন্ড গণনা শেষে ২৯ হাজারের বেশি ভোটে রায়গঞ্জে এগিয়ে তৃণমূলের মুকুটমণি অধিকারী। মানিকতলায় বিরাট মাপের জয়ের পথে তৃণমূলের সুপ্তি পাণ্ডে।



  • Jul 13, 2024 11:48 IST
    প্রায় ৫০ হাজার ভোটে জয়ী কৃষ্ণ কল্যাণী

    লোকসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রায় ৪৭ হাজার ভোটে পিছিয়েছিলেন তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। তবে উপনির্বাচনে হল উলোটপুরাণ। প্রায় ৫০ হাজার ভোটে জয়ী কৃষ্ণ কল্যাণী। ভোট গণনার ২ ঘণ্টার মধ্যেই সেলিব্রেশন শুরু হয়ে যায় রায়গঞ্জে। শেষমেশ ৪৯ হাজার ৫২৬ ভোটে জয়ী তৃণমূল।



  • Jul 13, 2024 10:13 IST
    ভোট লুঠ হয়েছে মানিকতলায়: চৌবে

    "মানিকতলা বিধানসভা কেন্দ্রের কোথাও কোনও ভোট হয়নি। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। ২৭৭টি বুথের মধ্যে ৮৯ ভোটে ছাপ্পা ভোট হয়েছে। যে কোনও বুথের সিসিটিভি চেক করলেই পরিস্কার হবে। ২০৬টা বুথের আমাদের লোকেদের মেরে বের করে দেওয়া হয়েছে। কেবল ৭১টি বুথে আমাদের লোক বসতে পেরেছিল। ৮০ শতাংশ জায়গায় ভোট হয়নি। সাধারণ মানুষকে বহুতল থেকে বেরোতে দেয়নি। এটা সম্পূর্ণরূপে গুণ্ডা-মস্তানদের দিয়ে ভোট পরিচালনা হয়েছে।"



  • Jul 13, 2024 10:06 IST
    চার কেন্দ্রে এগিয়ে তৃণমূল

    চতুর্থ রাউন্ডের গণনা শেষে বাগদায় এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। তিনি এগিয়ে রয়েছেন ৮ হাজার ভোটে। মানিকতলায় তৃণমূলের সুপ্তি পাণ্ডে তৃতীয় রাউন্ডের শেষে এগিয়ে রয়েছেন ১৩ হাজারেরও বেশি ভোটে। অন্যদিকে, রানাঘাট দক্ষিণ কেন্দ্রে সাড়ে ৮ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের মুকুটমণি অধিকারী।



  • Jul 13, 2024 09:32 IST
    ২২০০-র বেশি ভোটে এগিয়ে সুপ্তি

    মানিকতলা বিধানসভা উপনির্বাচনে প্রথম রাউন্ডের গণনা শেষে তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে এগিয়ে রয়েছেন ২ হাজার ২৫১ ভোটে। প্রথম রাউন্ডের গণনা শেষে সুপ্তি পাণ্ডে পেয়েছেন ৩১৮০ ভোট। বিজেপির কল্যাণ চৌবে পেয়েছেন ৯২৯ ভোট। মানিকতলা কেন্দ্রে মোট ২০ রাউন্ড গণনা হবে।



  • Jul 13, 2024 09:03 IST
    চার কেন্দ্রে কে কোথায়?

    মানিকতলা কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূলের সুপ্তি পাণ্ডে। ২ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। বাগদায় এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। রানাঘাট দক্ষিণে এগিয়ে তৃণমূলের মুকুটমণি অধিকারী। রায়গঞ্জ কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূলের কৃষ্ণ কল্যাণী।



  • Jul 13, 2024 09:01 IST
    চার কেন্দ্রে কে কোথায়?

    মানিকতলা কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূলের সুপ্তি পাণ্ডে। ২ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। বাগদায় এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। রানাঘাট দক্ষিণে এগিয়ে তৃণমূলের মুকুটমণি অধিকারী। রায়গঞ্জ কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূলের কৃষ্ণ কল্যাণী।



  • Jul 13, 2024 08:23 IST
    শান্তনু ঠাকুরকে সরাল পুলিশ

    বাকি তিন কেন্দ্রের পাশাপাশি আজ উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্রেও বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা। গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে বসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। হেলেঞ্চা হাইস্কুলে বাগদা কেন্দ্রের ভোট গণনা চলছে। তার ২০০ মিটারের মধ্যে বসে থাকায় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে সরিয়ে দিল রাজ্য পুলিশ।



  • Jul 13, 2024 08:06 IST
    রানাঘাট-দক্ষিণে পাল্লা ভারী কার?

    ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা ভোটের হিসেব ধরলে নদিয়া জেলার এই কেন্দ্রে পাল্লা ভারী গেরুয়া শিবিরের। এবার এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছিল বিজেপি ছেড়ে আসা মুকুটমণি অধিকারীকে। এর আগে লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। তবে শিকে ছেঁড়েনি। বিধানসভা উপনির্বাচনে ফের একবার তৃণমূল প্রার্থী করেছে তাঁকেই।



  • Jul 13, 2024 07:54 IST
    বাগদায় ফুটবে ঘাসফুল?

    একুশের নির্বাচনে উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্রে জয় পায় বিজেপি। অবশ্য তারও আগেরবার অর্থাৎ ২০১৬ সালের বিধানসভা ভোটও বাগদা কেন্দ্রটি অধরাই ছিল জোড়াফুলের। তবে এবার এই কেন্দ্রের উপনির্বাচনে কঠিন লড়াই দিতে আশাবাদী তৃণমূল। জোড়াফুল এবার বাগদায় প্রার্থী করেছিল ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুরকে। মতুয়া আবেগ জিইয়ে রেখে বাগদায় এবার বাজিমাত করতে পারবে তৃণমূল?



  • Jul 13, 2024 07:51 IST
    নজরে মানিকতলা

    রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুর পর থেকে দীর্ঘদিন বিধায়কহীন ছিল মানিকতলা কেন্দ্রটি। নানা ধরনের আইনি জটিলতার জেরে মানিকতলায় উপনির্বাচন করানো সম্ভব হচ্ছিল না। তবে যাবতীয় জট কাটিয়ে শেষমেশ গত ১০ তারিখ এই কেন্দ্রেও উপনির্বাচন হয়েছে। মানিকতলায় তৃণমূল এবার প্রার্থী করেছিল প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে। অন্যদিকে, বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছিল কল্যাণ চৌবেকে।



Manicktala by election West Bengal West Bengal Assembly By Election By Election Results bjp tmc
Advertisment