বিধানসভার বাইরে সোমবার ফের বিজেপির বিক্ষোভ। ৩০ দিনের জন্যে সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৩০ দিনের জন্য সাসপেন্ড করলেন শুভেন্দু অধিকারী-সহ অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে। শাসক-বিরোধীর স্লোগান পাল্টা স্লোগানে ফের উত্তেজনা ছড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভায়। ঘটনার সূত্রপাত এদিন সকালে বিজেপি বিধায়কের প্রস্তাব পাঠের পর তা নিয়ে আলোচনা চান। তবে প্রস্তাব পাঠ করতে দিলেও আলোচনায় না-করে দেন অধ্যক্ষ। এর পরেই বিজেপি বিধায়কেরা অধিবেশন কক্ষে বিক্ষোভ শুরু করেন। এই ঘটনায় তৃণমূল পরিষদীয় দলের তরফে নির্মল ঘোষ শুভেন্দু-সহ বিজেপি বিধায়কদের সাসপেন্ড করার প্রস্তাব আনেন বিধানসভায়। তার পরেই শুভেন্দু এবং আরও তিন বিধায়ককে ৩০ দিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করেন অধ্যক্ষ।