Suvendu Adhikari Suspended: বিধানসভা থেকে এক মাসের জন্য সাসপেন্ড শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক

West Bengal Assembly News: বিধানসভার বাইরে সোমবার ফের বিজেপির বিক্ষোভ। ৩০ দিনের জন্যে সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৩০ দিনের জন্য সাসপেন্ড করলেন শুভেন্দু অধিকারী-সহ অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে।

author-image
IE Bangla Web Desk
New Update

বিধানসভার বাইরে সোমবার ফের বিজেপির বিক্ষোভ। ৩০ দিনের জন্যে সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৩০ দিনের জন্য সাসপেন্ড করলেন শুভেন্দু অধিকারী-সহ অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে। শাসক-বিরোধীর স্লোগান পাল্টা স্লোগানে ফের উত্তেজনা ছড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভায়। ঘটনার সূত্রপাত এদিন সকালে বিজেপি বিধায়কের প্রস্তাব পাঠের পর তা নিয়ে আলোচনা চান। তবে প্রস্তাব পাঠ করতে দিলেও আলোচনায় না-করে দেন অধ্যক্ষ। এর পরেই বিজেপি বিধায়কেরা অধিবেশন কক্ষে বিক্ষোভ শুরু করেন। এই ঘটনায় তৃণমূল পরিষদীয় দলের তরফে নির্মল ঘোষ শুভেন্দু-সহ বিজেপি বিধায়কদের সাসপেন্ড করার প্রস্তাব আনেন বিধানসভায়। তার পরেই শুভেন্দু এবং আরও তিন বিধায়ককে ৩০ দিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করেন অধ্যক্ষ। 

West Bengal Suvendu Adhikari West Bengal Assembly West Bengal News Suvendu Adhikary west bengal latest news