জীবনের গ্রেফতারিতে ক্ষুব্ধ বিমান, সিবিআইকে বড় হুঁশিয়ারি বিধানসভার স্পিকারের

বিধি লঙ্ঘন করেছে সিবিআই, এমনই অভিযোগ স্পিকারের।

বিধি লঙ্ঘন করেছে সিবিআই, এমনই অভিযোগ স্পিকারের।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Assembly Speaker writes to CBI, Biman Banerjee wants explanation

বিধি লঙ্ঘন করেছে সিবিআই, এমনই অভিযোগ স্পিকারের।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ককে গ্রেফতারিতে ক্ষুব্ধ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারির ২৪ ঘণ্টা কেটে গেলেও তা জানানো হয়নি বিধানসভাকে। প্রসঙ্গত, বিধায়ককে গ্রেফতারির ২৪ ঘণ্টার মধ্যে বিধানসভাকে জানাতে হয়। সেটাই বিধি।

Advertisment

কিন্তু জীবনের ক্ষেত্রে সেই বিধি লঙ্ঘন করেছে সিবিআই, এমনই অভিযোগ স্পিকারের। কেন জানানো হয়নি বিধানসভাকে, প্রশ্ন তুলে পাল্টা সিবিআইকে চিঠি দিল বিধানসভা। চিঠির সঠিক উত্তর না পেলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধায়ককে গ্রেফতারির বিষয়ে না জানানোয় যারপরনাই ক্ষুব্ধ বিমান বন্দ্যোপাধ্যায়।

এদিকে, নিয়োগ দুর্নীতি মামলা আরও বিপাকে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ককে সোমবারই গ্রেফতার করেছে সিবিআই। এবার তাঁর ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার মধ্যে পাঁচটি বেসরকারি এবং বাকি তিনটি সরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট।

Advertisment

আরও পড়ুন আরও বিপাকে জীবনকৃষ্ণ! তৃণমূল বিধায়কের ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল CBI

সিবিআই সূত্রে খবর, ৫টি বেসরকারির মধ্যে ৪টি অ্যাকাউন্ট মুর্শিদাবাদ এবং একটি বীরভূমের সাঁইথিয়া ব্রাঞ্চের। ব্যাঙ্কগুলিতে চিঠি পাঠিয়ে লেনদেন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির নজরে বিধায়ক এবং তাঁর স্ত্রী টগরী সাহার বিপুল সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা। নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে জীবনকৃষ্ণকে গ্রেফতার করেছে সিবিআই। আদালত তাঁকে চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে।

মোট ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছিল সিবিআই। তার মধ্যে বেশ কয়েকটি স্ত্রীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট। সিবিআই সূত্রে খবর, চারটি স্ত্রীর নামে রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বীরভূমের সাঁইথিয়ার একটি বেসরকারি ব্যাঙ্কে ছিল। সিবিআইয়ের অনুমান, নিয়োদ দুর্নীতি ছাড়াও কয়লা-গরু পাচারে যুক্ত ছিলেন তৃণমূল বিধায়ক। অর্থাৎ জেলবন্দি অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগসূত্র রয়েছে জীবনের।

tmc cbi West Bengal Biman Banerjee Jibankrishna Saha