/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/wb-map-759.jpg)
মমতার প্রস্তাবিত ‘বাংলা’ নামে ‘না’ কেন্দ্রের।
পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব এখনও গৃহীত হয়নি, বুধবার জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ‘বাংলা’ নাম অনুমোদন করার প্রস্তাব গৃহীত হয়েছে কিনা, এদিন তা জানতে চান দলহীন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন প্রশ্নোত্তর পর্বে রাজ্যসভায় এই প্রশ্ন তোলেন সিপিএম থেকে বহিষ্কৃত এই সাংসদ। ঋতব্রতের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, ‘‘এখনও নাম বদলের প্রস্তাব অনুমোদিত হয়নি’’। এরপর লিখিত উত্তরে তিনি আরও জানান, কোনও রাজ্যের নাম বদলের জন্য সংবিধান সংশোধনী প্রয়োজন এবং সব পক্ষের সঙ্গে আলোচনাও করতে হয়।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/bangla-name.jpg)
আরও পড়ুন: ‘স্বামীর কথায় নুসরত কি বিজেপিতে যাচ্ছেন?’
MoS Home Nityanand Rai (file pic) in Rajya Sabha denies that Government has cleared the name 'Bangla' for West Bengal as proposed by West Bengal Government. The question was asked by Rajya Sabha MP Ritabrata Banerjee. pic.twitter.com/m053FtSpj0
— ANI (@ANI) July 3, 2019
উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবর মাসে বিধানসভায় পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ রাখার প্রস্তাব পেশ করেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় প্রস্তাব পেশের পরই তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘‘রাজ্যের আবেগ জড়িয়ে রয়েছে, দ্রুত অনুমোদিন দিন’’, রাজনাথকে এমনটাই সেসময় জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জবাবে রাজনাথ বলেছিলেন, ‘‘বিষয়টি দেখছি’’। অন্যদিকে, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ রাখারই দাবি জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
কেন রাজ্যের নাম বদল চান মমতা বন্দ্যোপাধ্যায়?
রাজ্যের নাম পশ্চিমবঙ্গ হওয়ায় ইংরেজি আদ্যক্ষর ‘W’ দিয়ে শুরু হয়। এর জেরে সব প্রকল্পেই তালিকার শেষের দিকে ঠাঁই পায় পশ্চিমবঙ্গ। এজন্য নানা সমস্যাতেও পড়তে হয় পশ্চিমবঙ্গকে। রাজ্যের নাম বদলে ‘বাংলা’ করলে, ইংরেজি আদ্যক্ষর হবে ‘বি’। ফলে তালিকায় প্রথম সারিতে থাকবে রাজ্য। এ যুক্তি দেখিয়েই মূলত রাজ্যের নাম বদলের প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।