Suvendu Adhikari: লোকসভা ভোট মিটলেও বাংলা জুড়ে থামছে না অশান্তির আগুন। সর্বত্রই আক্রান্ত বিরোধী দলের নেতারা। বিজেপির বহু কর্মী এখনও ঘর-ছাড়া। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদ জানিয়ে রবিবার রাজভবনের সামনে ধর্নায় বসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকেই এক গুচ্ছ নতুন কর্মসূচীর ডাক দিলেন রাজ্যের বিরোধী দল নেতা।
সরকারকে কাঁপিয়ে দেওয়ার ডাক বিরোধী দল নেতার। সামনে তৃণমূলের ২১ শে জুলাইয়ের সমাবেশ। তৃণমূলের ‘শহিদ দিবস’কে সামনে রেখে এক গুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। ১৮ থেকে ২২ জুলাই পর্যন্ত লাগাতার চলবে এই কর্মসূচী। পাশাপাশি বিজেপির তরফে নবান্ন অভিযানের প্রস্তুতি চলছে এদিন শুভেন্দুর বক্তব্যে ইঙ্গিত মিলেছে তারও।
২১ জুলাই, তৃণমূলের ‘শহিদ দিবসে'র পালটা বিজেপি এই দিনটিকেই ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করার ডাক দিয়েছে। বিরোধী দলনেতা বলেন, '২১ শে জুলাই মমতা- ফিরহাদ হাকিমের কুশপুতুল দাহ করা হবে'।
যারা রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, ও মানিকতলায়,ভোট দিতে পারেননি তাদের নিয়ে রাজ ভবনের সামনে ধর্ণায় বসার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। "এত দাম খাব কী মমতা যাবে কী" স্লোগানকে সামনে রেখে ১৮ তারিখ শুভেন্দু গড়ে প্রতিবাদ কর্মসূচীরও ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা। বিদ্যুৎ-র দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ২২ তারিখ CESC-র কেন্দ্রীয় অফিস ঘেরাও করা হবে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন - < Attack on US Ex President Donald Trumph: ‘ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন!’ গুলি খেয়েও ‘অপরাজেয়’ ট্রাম্প! হামলার বিষয়ে কী বলল FBI? >
পেট্রোল-ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদের ডাক দেন রাজ্যের বিরোধী দল নেতা। ১৯ জুলাই রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জের উপনির্বাচনে যাঁরা ভোট দিতে পারেননি, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে দেখার করবেন বিজেপি নেতারা বলেও জানান শুভেন্দু অধিকারী।