Advertisment

পদ্মে বিরাট চমক, বঙ্গ বিজেপির বড় দায়িত্বে 'কোবরা' মিঠুন,

পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের আগে মুম্বাইয়ের বাঙালি সুপারস্টারকে দলের কাজে আরও সক্রিয় করতে বঙ্গ বিজেপির কোর কমিটিতে জায়গা পেয়েছেন মিঠুন।

author-image
IE Bangla Web Desk
New Update
mithun chakraborty has called for opposition alliance to stop tmc, তৃণমূলকে রুখতে এবার মিঠুনের মুখেও বিরোধী জোটের আহ্বান

মিঠুন চক্রবর্তী।

২০২১ বিধানসভা নির্বাচনের পরে এক বছর এরাজ্যে দেখা মেলেনি বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তীর। তারপর বাংলায় এসেই মিঠুন চক্রবর্তী সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছিলেন ২১ জন তৃণমূল বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। পরবর্তীতে তিনি ঘোষণা করেছেন সংখ্যাটা ৩৮ হবে। তবে বাকি বিধায়করা দলের অন্য় নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের আগে মুম্বাইয়ের বাঙালি সুপারস্টারকে দলের কাজে আরও সক্রিয় করতে বঙ্গ বিজেপির কোর কমিটিতে জায়গা পেয়েছেন মিঠুন।

Advertisment

২০২১ বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডের জনসভায় নরেন্দ্র মোদির হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন। বিধানসভা নির্বাচনে সারা রাজ্য চষে বেরিয়েছেন ড্যান্স ড্যান্সের নায়ক। 'এক ছোবলেই ছবি।' ভোটপ্রচারে অংশ নিয়ে মিঠুনের এই ডায়ালগ আদালত পর্যন্ত গড়িয়েছে। শেষমেষ বঙ্গ বিজেপিতে আরও বড় দায়িত্ব পেলেন মিঠুন। এর আগে বাংলায় কোনও সাংগঠনিক দায়িত্বে ছিলেন না জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়ক।

এই কোর কমিটিতে এ রাজ্যের বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীরা রয়েছেন। রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে সাধারণ সম্পাদকরা। এই কোর কমিটি আমন্ত্রিত সদস্য আছেন ৪ জন।

পশ্চিমবঙ্গের দলীয় সংগঠন চালাতে মোট ২৪ জনের কোর কমিটি তৈরি করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বঙ্গ বিজেপিতে এত বড় কোর কমিটি এই প্রথম।

তবে, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কোর কমিটিতে ঠাঁই দেওয়া হয়েছে। অর্থাৎ, নানা সময়ে দলের একাধিক বিষয়ে বিতর্কিত বক্তব্য রাখলেও সংগঠনের বিস্তারে যে তাঁর গুরুত্ব রয়েছে তা স্পষ্ট করলেন দীনদয়াল উপাধ্যায় মার্গের নেতৃত্বরা।

একনজরে বঙ্গ বিজেপির কোর কমিটি-

  • রাজ্য সভাপতি- সুকান্ত মজুমদার
  • বিরোধী দলনেতা- শুভেন্দু অধিকারী
  • জাতীয় সহসভাপতি- দিলীপ ঘোষ
  • প্রাক্তন রাজ্য সভাপতি- রাহুল সিনহা
  • সাংসদ- ডাঃ সুভা সরকার
  • সাংসদ- নিশীথ প্রামাণিক
  • সাংসদ- শান্তনু ঠাকুর
  • সাংসদ- জন বার্লা
  • জাতীয় কর্মসমিতির সদস্য- মিঠুন চক্রবর্তী
  • জাতীয় কর্মসমিতির সদস্য- স্বপন দাশগুপ্ত
  • জাতীয় কর্মসমিতির সদস্য- ডঃ অনির্বাণ গাঙ্গুলি
  • বিশেষ আমন্ত্রিত সদস্য- সাংসদ দেবশ্রী চৌধুরী
  • চিফ হুইপ- মনোজ টিগ্গা
  • সাধারণ সম্পাদক (সংগঠন)- অমিতাভ চক্রবর্তী
  • যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন)- সতীশ ধন্দ
  • রাজ্য সাধারণ সম্পাদক- লকেট চট্টোপাধ্যায়
  • রাজ্য সাধারণ সম্পাদক- জ্যোতির্ময় সিং মাহাত
  • রাজ্য সাধারণ সম্পাদক- দীপক বর্মন
  • রাজ্য সাধারণ সম্পাদক- অগ্নিমিত্রা পাল
  • রাজ্য সাধারণ সম্পাদক- জগন্নাথ ভট্টাচার্য

বিশেষ আমন্ত্রিত সদস্য

  • রাজ্য প্রভারী- মঙ্গল পাণ্ডে
  • জাতীয় সাধারণ সম্পাদক- সুনীল বনশল
  • জাতীয় দায়িত্বপ্রাপ্ত, আইটি-সোশাল মিডিয়া- অমিত মালব্য
  • জাতীয় সম্পাদক- আশা লকরা
bjp mithun chakraborty
Advertisment