লস্কর জঙ্গি শেখ নইম ওরফে সমীরকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল বনগাঁ আদালত। দেশদ্রোহিতায় অভিযুক্ত লস্কর-এ-তইবা জঙ্গিদলের সদস্য নইম। শনিবার শেখ আবদুল্লা নইম ওরফে শেখ সমীরকে ফাঁসির সাজা ঘোষণার পাশাপাশি ৫০ হাজার টাকার জরিমানারও নির্দেশ দিয়েছে আদালত।
২০০৭ সালের ৩ এপ্রিল সীমা সুরক্ষা বাহিনীর (বিএসএফ) হাতে ধরা পড়ে সমীর ও আরও তিনজন। পাকিস্তানে প্রশিক্ষিত লস্কর-এ-তইবা জঙ্গিদলের কয়েকজন সদস্য বেনাপোল/পেট্রাপোল সীমান্ত ধরে ভারতে ঢুকতে পারে, এমন খবরই সেসময় পায় বিএসএফ। সেইমতো সীমান্তে নজরদারি বাড়ায় তারা। লস্কর জঙ্গিরা এদেশে ঢুকতে পারার আশঙ্কাই শেষমেশ সত্যি হয়। সমীর-সহ চারজনকে পাকড়াও করে বিএসএফ। পরে তাদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন, ফের মোটা টাকার জালনোট উদ্ধার শহরে, ধৃত ৩
এ ঘটনার তদন্তভার নেয় সিআইডি। ধৃতদের বিরুদ্ধে দেশদ্রোহিতা-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। সমীর ছাড়াও ২০০৭ সালের এপ্রিলে বিএসএফের হাতে ধরা পড়ে মহম্মদ ইউনুস, আবদুল্লা ও মুজাফ্ফর। ধৃতদের থেকে এ দেশের নকল ভোটার কার্ড, ভুয়ো পাসপোর্ট, ভিসা, ভারতীয় টাকা ও মার্কিন ডলার বাজেয়াপ্ত করা হয়।
উল্লেখ্য, সমীর বাদে বাকি তিন অভিযুক্তকে গত বছরই মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে বনগাঁ আদালত। ২০১৪ সালে মহারাষ্ট্রের অন্য একটি মামলায় শুনানির জন্য ট্রানজিট রিমান্ডে সমীরকে মুম্বই নিয়ে যাওয়া হচ্ছিল। সেসময় পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালায় সমীর। ২০১৭ সালে দিল্লি থেকে ফের তাকে গ্রেফতার করে এনআইএ। পরে তাকে ফের সিআইডি-র হাতে তুলে দেওয়া হয়। গত মঙ্গলবারই সমীরকে দোষী সাব্যস্ত করে আদালত। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনই খবর।