/indian-express-bangla/media/media_files/2025/08/07/modi-trump-2025-08-07-09-34-14.jpg)
News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata Breaking News Updates: রবিবার এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিন্দুর প্রসঙ্গ তুলে বলেন, "আমরা বিশ্বকে বার্তা দিয়েছি— আমরা কাউকে উসকানি দিই না, কিন্তু কেউ যদি আমাদের উসকানি দেয়, আমরা তাকেও রেহাই দিই না। আমরা ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করি না, কাজ দেখে জবাব দিই।"তিনি জানান, পহেলগাঁওয়ে সন্ত্রাসীরা নিরীহ মানুষকে হত্যা করেছিল, আর ভারত সেই হামলার উপযুক্ত জবাব দিয়েছে। তবে তিনি স্পষ্ট করেন, "আমরা কখনও কারও ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করিনি, কিন্তু যারা অপরাধ করে, তাদের ছেড়ে দিই না।" আমেরিকার নাম না করে রাজনাথ সিং অভিযোগ তোলেন, কিছু দেশ ভারতের উন্নয়ন মেনে নিতে পারে না। তারা চায় ভারতের মানুষের হাতে তৈরি পণ্যের দাম বাড়ুক, যাতে দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে। কিন্তু, তার দাবি— "বিশ্বের কোনও শক্তিই ভারতকে বৃহৎ অর্থনীতি হওয়া থেকে আটকাতে পারবে না।"প্রতিরক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০১৪ সালে সরকার গঠনের পর থেকেই প্রতিরক্ষা খাতে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে গিয়েছে। আজ ভারত শুধু নিজের প্রয়োজন মেটাচ্ছে না, বরং বছরে প্রায় ২৪,০০০ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে, যা নিজেই একটি রেকর্ড। রাজনাথ সিং উল্লেখ করেন, বিইএমএল-এর তৈরি বন্দে ভারত রেল কোচ ভারতের পরিবহনে নতুন গতি এনেছে এবং ভবিষ্যতে বুলেট ট্রেন কোচও তৈরি করবে।
গতকাল নবান্ন অভিযানে গিয়ে পুলিশের মারে মাথার চোট লাগার মারাত্মক অভিযোগ নির্যাতিতার মায়ের। পাশাপাশি তিনি দাবি করেন পুলিশ মেরে হাতের শাখা-পলা ভেঙে দিয়েছে। এর পরই রাজ্যের বিরোধী দলনেতাকে মারাত্মক নিশানা বর্ষীয়াণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ের। "হয়তো শুভেন্দু অধিকারী নিজেই লোক দিয়ে অভয়ার মা'র মাথা ফাটিয়েছে। গতকাল নবান্ন অভিযান গিয়ে বিস্ফোরক তৃণমূল সাংসদ কল্যান বন্দোপাধ্যায়। পাশাপাশি তিনি এদিন ফের অভয়ার বাবা-মাকে নিশানা করে বলেন, ওরাই তো সিবিআইয়ের পিছন পিছন দৌড়েছিল, সেদিন উল্লাসে ফেটে পড়েছিল, আজ যখন সিবিআই পারছে না তখন ১৮০ ডিগ্রি ঘুরে গেল। এসব নির্বাচনে দাঁড়ানোর রাস্তা পরিষ্কার করছে"।
- Aug 10, 2025 14:43 IST
West Bengal News Live Updates: কৈকালিতে চলন্ত বাসে আগুন
এয়ার পোর্ট থেকে হলদিরাম যাওয়ার পথে কৈকালিতে চলন্ত বাসে আগুন। কালো ধোঁয়ায়ঢেকেযায় চারপাশ। চূড়ান্ত আতঙ্কে তোলপাড়পড়েযায়। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন। কোন মতে বাসথেকে নেমে প্রাণে বাঁচেন যাত্রীরা। অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
- Aug 10, 2025 14:42 IST
West Bengal News Live Updates: দিল্লিতে দুর্ঘটনা
রবিবার (১০ আগস্ট) সকালে দিল্লিরচাণক্যপুরী থানার অন্তর্গত এলাকায় রাষ্ট্রপতি ভবন থেকে মাত্র ২ কিলোমিটার দূরে ঘটে গেল এক বড়সড় দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, একটি থারগাড়িহঠাৎ করেই রাস্তার ধারে থাকা এক ব্যক্তিকে ধাক্কা মারে এবং পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলেপৌঁছায়পুলিশ। অভিযুক্ত চালককে আটক করে হেফাজতে নেওয়াহয়েছে। প্রাথমিক তদন্তে দুর্ঘটনার কারণ স্পষ্ট না হলেও, পুলিশখতিয়ে দেখছে চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে এটা নিছক দুর্ঘটনা নাকি পূর্বপরিকল্পিত হত্যা।
- Aug 10, 2025 11:40 IST
West Bengal News Live Updates: অভয়ার মায়ের উপর হামলার ঘটনা অনভিপ্রেত: পুলিশ কমিশনার
অভয়ারমায়েরউপরহামলারঘটনাঅনভিপ্রেত।গতকালেরঘটনারপরমুখখুললেনকলকাতারপুলিশকমিশনারমনোজভার্মা।তিনিবলেন, সিসিটিভিফুটেজখতিয়েদেখাহচ্ছে।গোটাবিষয়টাইএখনতদন্তাধীনরয়েছে।
- Aug 10, 2025 11:34 IST
West Bengal News Live Updates: রাষ্ট্রপতি ভবন থেকে মাত্র ২ কিমি দূরে ভয়ঙ্কর দুর্ঘটনা
রবিবার সকালে ১১ মূর্তির কাছে চাণক্যপুরীর অভিজাত এলাকায় পূর্ণ গতিতে আসা একটি থার গাড়ির রাস্তায় হাঁটতে থাকা দুই ব্যক্তিকে পিষে ফেলে। এই দুর্ঘটনায় ১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যেখানে গুরুতর দুর্ঘটনাটি ঘটেছে, যা রাষ্ট্রপতি ভবন থেকে মাত্র ২ কিমি দূরে। থারের গতি এত বেশি ছিল যে সামনের চাকাও পাংচার হয়ে যায়।
- Aug 10, 2025 11:30 IST
West Bengal News Live Updates: গর্ভবতী মায়েদের জন্য শীততাপনিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স
এবার গর্ভবতী মায়েদের জন্য শীততাপনিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হয়ে গেল বারুইপুর মহকুমা হাসপাতালে। একবার ১০২ নম্বরে ডায়াল করলেই গর্ভবতী মহিলাদের বাড়িতে পৌঁছে যাবে এই অ্যাম্বুলেন্স। সোজা রোগীকে নিয়ে চলে আসবে হাসপাতালে। আবার পুত্র ও কন্যা সন্তান হওয়ার পরে এই শীততাপনিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স পৌঁছে দেবে বাড়িতে। পাশাপাশি, কোনোও গর্ভবতী মহিলাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে অন্য সরকারি হাসপাতালে পৌঁছেও দেবে এই অ্যাম্বুলেন্স। মোট ৫ টি শীততাপনিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হল। এতে অক্সিজেন সহ প্রেসার পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। থাকে প্রশিক্ষিত নার্সও। প্রসঙ্গত, আগে বারুইপুর মহকুমা হাসপাতালে ৪ টি ১০২ অ্যাম্বুলেন্স চালু ছিল কিন্তু তা ছিল সাধারণ। এবার শীততাপনিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স চালু হওয়ায় খুশি রোগীর পরিবার পরিজন। হাসপাতালের এই অত্যাধুনিক পরিষেবায় তাঁরা বেজায় খুশি।
- Aug 10, 2025 11:00 IST
West Bengal News Live Updates: ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২
সিসিটিভির সুত্র ধরে হরিনাভীতে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ ৷ পুজালী থেকে এই দুজনকে গ্রেফতার করল পুলিশ ৷ জাকির শেখ ও রিয়াজ উদ্দিন শেখ নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ৩রা আগষ্ট এক ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনতাই করে পালাচ্ছিল এরা ৷ হরিনাভীতে এই ঘটনা ঘটে ৷ স্থানীয় কিছু যুবক ধাওয়া করলে তাদেরকে আগ্নেয়াস্ত্রও দেখানো হয় বলে অভিযোগ ৷ যদিও যুবকদের তাড়া খেয়ে টাকার ব্যাগ ফেলে পালায় তারা ৷ এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৷ ধৄত দুজনেই কুখ্যাত ক্রিমিনাল ৷ দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া জেলার বিভিন্ন থানায় তাদের নামে একাধিক চুরি, ছিনতাই, তোলাবাজিক কেস আছে ৷ বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে টিআই প্যারেডের আবেদন জানাবে পুলিশ ৷
- Aug 10, 2025 10:41 IST
West Bengal News Live Updates: মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ড
রবিবার সকালে উত্তরপ্রদেশের বারাণসীর চকের 'আত্ম বিশ্বেশ্বর' মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মন্দিরে সাজসজ্জা চলাকালীনশর্টসার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দ্রুত আগুন ছড়িয়েপড়ে আশপাশের এলাকায়। অগ্নিকান্ডেরঘটনায় অন্তত ৭ জন অগ্নিদগ্ধ হন। আহতদের বারাণসীর জিএস হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসাচলছে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাচীন ধর্মীয় স্থাপত্যের আদলে নির্মিত মন্দিরটিতে বহু সামগ্রী ও অংশ বিশেষ আগুনে পুড়ে গেছে। ঘটনাস্থলে রাতেই পৌঁছে যান স্থানীয় বিধায়ক, বিরোধী দলের নেতা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কংগ্রেসের উত্তরপ্রদেশ প্রদেশ সভাপতি অজয় রাই সোশ্যালমিডিয়ায় লিখেছেন, “বারাণসীতে শ্রী আত্মবিশ্বেশ্বর মহাদেব মন্দিরে আগুন লাগা এবং বহু ভক্তের দগ্ধ হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। দুর্ঘটনায়আহতদের দ্রুত আরোগ্যের জন্য আমি বাবা শ্রী কাশী বিশ্বনাথ জি-র কাছে প্রার্থনা করছি।”
- Aug 10, 2025 10:41 IST
West Bengal News Live Updates: দুর্গাপুরে বিরাট অগ্নিকাণ্ড
দুর্গাপুরের ডিপিএলটাউনশিপে শনিবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। রাত সাড়ে ন’টা নাগাদ হঠাৎই আগুন লাগে একটি তিনতলা আবাসনে। মুহূর্তের মধ্যে আগুন তৃতীয় তলাকে পুরোপুরি গ্রাস করে নেয়। সৌভাগ্যক্রমে, ঘটনার সময় কেউ তিনতলা ওই আবাসনে কেউ ছিলেন না। ঘটনার খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা নিয়েধোঁয়াশা তৈরি হয়েছে। দমকলের প্রাথমিক ধারণা শর্টসার্কিট থেকেই ভবনটিতে আগুন লেগে যায়। আতঙ্কে বাড়িছেড়েবেরিয়ে আসেন আশপাশের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবাসনটি ডিপিএল কারখানার কর্মীদের। প্রতিটি ফ্লোরে একটি করে পরিবার বসবাস করে।
- Aug 10, 2025 10:40 IST
West Bengal News Live Updates: নাগপু্রে ভয়ঙ্কর দুর্ঘটনা
মহারাষ্ট্রের নাগপুর জেলার কোরাডিতে নির্মাণাধীন মহালক্ষ্মী জগদম্বা মন্দিরে বড়সড় দুর্ঘটনা। শনিবার (৯ আগস্ট) রাতে মন্দিরের প্রধান গেটের স্ল্যাবহঠাৎ ভেঙে পড়ে ১৭ জন শ্রমিক আহত হন। তাদের মধ্যে অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন, পুলিশ, দমকল বাহিনী এবং এনডিআরএফ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনএমআরডিমেট্রোপলিটন কমিশনার সঞ্জয়মীনা জানান, “প্রায় ১৫-১৭ জন আহত হয়েছেন, তিনজনের অবস্থা গুরুতর। মন্দিরের নির্মাণকাজএনএমআরডিএ-র তত্ত্বাবধানে ঠিকাদার সংস্থা করছিল। দুর্ঘটনার সঠিক কারণ তদন্তের পর জানা যাবে।”এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর মেলেনি। দুর্ঘটনার পর মন্দির কমপ্লেক্সের চলমান সমস্ত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। এদিকে, ধ্বংসাবশেষ সরাতে প্রশাসনের পাশাপাশি আশপাশের বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। তদন্ত রিপোর্ট আসার পরই পরবর্তী নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছে প্রশাসন।
- Aug 10, 2025 09:14 IST
West Bengal News Live Updates: বাংলায় ফের বুক কাঁপানো দুর্ঘটনা
মৃত্যুপুরীপাঁশকুড়া! ৬ নম্বর জাতীয় সড়কের শনিবার (৯ আগস্ট) রাতে ঘটে ভয়াবহদুর্ঘটনা। রাত প্রায় ৯টা ৪০ মিনিট নাগাদ খড়গপুরগামী একটি ১৬ চাকার মালবাহী ট্রাক নিয়ন্ত্রণহারিয়ে রাস্তার ধারে থাকা একাধিক খাবারের দোকানের উপর উঠে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, চার-পাঁচটি দোকান মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় এবং সেখানে থাকা বহু মানুষ আহত হন। ঘটনায় অন্তত ৩’জনের মৃত্যু হয়েছে, যদিও মৃতের আরওবাড়তেপারে বলে আশঙ্কা করছে পুলিশ। আহতের সংখ্যা ১০-এর বেশি বলে স্থানীয়দের দাবি।
- Aug 10, 2025 08:50 IST
West Bengal News Live Updates: বিরাট বিপাকে হেভিওয়েট বিজেপি বিধায়ক
কলকাতা পুলিশের তরফে শনিবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বিজেপি বিধায়ক আশোক দিন্দার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, রাজ্য সরকারের সদর দফতর নবান্ন অভিযানের সময় পুলিশ কর্মীদের হুমকি দেওয়া ও গালিগালাজ করেন তিনি। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের বর্ষপূর্তি উপলক্ষ্যে ন্যায় বিচার আনার লড়াইয়ে প্রতিবাদের অংশ হিসাবে গতকাল নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় নির্যাতিতার পরিবারের তরফে। আর সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে রীতিমত ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়।
- Aug 10, 2025 08:49 IST
West Bengal News Live Updates: র্যাগিং সহ্য করতে পেরে চরম সিদ্ধান্ত? মেধাবী পড়ুয়ার মৃত্যুতে ঘনাচ্ছে রহস্যের কালো মেঘ
কল্যাণীতেঅবস্থিতইন্ডিয়ানইনস্টিটিউটঅবসায়েন্সএডুকেশনঅ্যান্ডরিসার্চ (আইআইএসইআর)-এ ২৫ বছরবয়সীএকপিএইচডিগবেষকেরআত্মহত্যারঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত গবেষক অনমিত্ররায়ের পরিবারের দাবি, তিনি র্যাগিং-এর শিকার হয়েইএইচরমপথবেছেনেন।পাশাপাশিকর্তৃপক্ষেরবিরুদ্ধে তাঁর অভিযোগ উপেক্ষা করারভয়ঙ্করঅভিযোগআনাহয়েছেপরিবারেরতরফে। শনিবার পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেপরিবার।