রাজ্য বাজেটে ডিএ নিয়ে বিরাট ঘোষণা অর্থমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্যের। রাজ্য সরকারি কর্মীরা এবার থেকে আরও ৩ শতাংশ ডিএ পাবেন বলে ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। বর্ধিত এই মহার্ঘ্যভাতা আগামী মার্চ মাস থেকেই কার্যকর হবে বলে তিনি জানিয়েছেন। কর্মরত রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি বর্ধিত হারে ডিএ পাবেন পেনশভোগীরাও।
বুধবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্য। শুরুতেই দুয়ারের সরকারের সাফল্যের খতিয়ান পেশ করেন তিনি। আবাসন শিল্পে জোয়ারের সঙ্গেই জিএসটি-র ক্ষেত্রে রাজস্ব বৃদ্ধি পেয়েছে বলে দাবি চন্দ্রিমা ভট্টাচার্যের। রাজ্য বাজেটে এদিন বিপুল বরাদ্দ করা হয়েছে গ্রামীণ রাস্তা সংস্কারে। রাস্তাশ্রী প্রকল্প হাতে নিয়ে রাজ্য সরকার। ১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তা সংস্কারে ৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন চন্দ্রিমাদেবী। এছাড়াও বাড়ি-ঘর তৈরির ক্ষেত্রেও ছাড় আরও ৬ মাসের জন্য বহাল রাখার ঘোষণা করেছেন তিনি।

এদিন আর্থিক বাজেটে পেশের পরেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমা ভট্টাচার্যের পেশ করা এই বাজেটকে কর্মসংস্থানমুখী বলে বর্ণনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যের ডিএ বৃদ্ধির ঘোষণায় কিন্তু খুশি নন ধর্মতলার শহিদ মিনার চত্বরে অবস্থানরত সরকারি কর্মীদের যৌথ সংগ্রামী মঞ্চ। ডিএ-র দাবিতে আজ নিয়ে টানা ২০ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। রাজ্য সরকারের এই ৩ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্তকে তাঁরা স্বাগত জানাচ্ছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
যুব সমাজের জন্য ভবিষ্যত ক্রেডিট কার্ডের ঘোষণা। ১৮-৪৫ বছর বয়সী ২ লক্ষ যুবক, যুবতী আর্থিক সহায়তা বাবদ সর্বাধিক ৫ লক্ষ টাকা ঋণ পাবেন। এর ফলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা চন্দ্রিমা ভট্টাচার্যের। আগামী মার্চ মাস থেকেই কার্যকর হবে বর্ধিত হারে ডিএ। এর জেরে বাড়তি খরচ হবে ৩ কোটি ৪০ লক্ষ টাকা। এই বৃদ্ধির পর রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ বেড়ে হচ্ছে ৬ শতাংশ।
বিধায়ক তহবিলের বরাদ্দ বৃদ্ধি।বরাদ্দ ৬০ থেকে বাড়িয়ে করা ৭০ লক্ষ করার প্রস্তাব দিলেন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
৬০ বছর হলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১০০০ করে পেনশন মিলবে : চন্দ্রিমা
রাস্তাশ্রী প্রকল্পে সাড়ে ১১ হাজার কিমি রাস্তা তৈরি হবে : চন্দ্রিমা ভট্টাচার্য
দেউচা পাঁচামির কাজ সন্তোষজনকভাবে এগোচ্ছে। ১ লক্ষের কর্মসংস্থান হবে। বাণিজ্যিকভাবে কয়লা উৎপাদন শুরু হলে ৫৩ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক করিডর নির্মাণে গুরুত্ব দেওয়া হবে : চন্দ্রিমা ভট্টাচার্য
বানতলা লেদার হাবে ৩ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। আরও ২ লক্ষ মানুষের কাজ হবে : চন্দ্রিমা ভট্টাচার্য
স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ দেওয়ার বরাদ্দ ২৫ শতাংশ বেড়েছে। ঋণ দেওয়া হয়েছে ১৩ হাজার ৬৬০ কোটি টাকা : চন্দ্রিমা ভট্টাচার্য
গ্রামীণ সড়ক নির্মাণের জোর, স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়া আগেই হয়েছে। এর জেরে ৪৪ লক্ষের বেশি ফ্ল্যাট মালিক উপকৃত হয়েছেন। ফলে আবাসন শিল্পে জোয়ার এসেছে। বাড়ি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটির ২ শতাংশ ও জমি, বাড়ির সার্কল রেটের ১০ শতাংশ ছাড় আরও ৬ মাস বৃদ্ধি করা হল। বাজেট জানালেন দাবি অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
বাংলার আর্থিক বৃদ্ধি ৮.৪১ শতাংশ হবে বলে আশাবাদী : চন্দ্রিমা ভট্টাচার্য
স্বনির্ভর গোষ্ঠীকে ঋণদান ও গ্রামীণ আবাস প্রকল্পে বাংলা দেশের সেরা : চন্দ্রিমা ভট্টাচার্য।
জিএসটি রিটার্ন ৭০ থেকে ৯৫ শতাংশে উন্নীত হয়েছে। জিএসটিতে রাজস্ব বৃদ্ধির হার ২৪.৪৬ শতাংশ। যা দেশের হারের তুলনায় বেশি: চন্দ্রিমা ভট্টাচার্য
দুয়ারে সরকারের উপকৃত ৯.৬ কোটি মানুষ। ৩ লক্ষ্য ৭১ হাজার দুয়ারে সরকার শিবির হয়েছে : চন্দ্রিমা ভট্টাচার্য
বিধানসভায় বাজেট পেশ করছেন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
দুপুর ২টোয় বিঘানসভায় পেশ হবে বাজেট। বিধানসভায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার সব মন্ত্রীরা।
তথ্য কমিশনার নির্বাচন নিয়ে বিধানসভায় গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিচ্ছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইট করে বৈঠকে না থাকার কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী টুইট করে জানিয়েছেন, ‘আমি রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য কমিটির সভায় যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছি। কারণ আবেদনগুলি আমন্ত্রণ জানানোর জন্য বিজ্ঞাপন নির্দেশিকা লঙ্ঘন করেছে। এর মাধ্যমে আগে থেকে ঠিক করে রাখা প্রার্থীকেই নির্বাচিত করা হবে। এটি প্রহসনমূলক একটি প্রক্রিয়া।’ পড়ুন বিস্তারিত
'কেন্দ্র করে জনবিরোধী বাজেট, আর মমতাদি করেন জনমুখি বাজেট। এবারও তাই হবে। সর্বস্তরের মানুষ এই বাজেটে সুবিধা পাবেন।' রাজ্য বাজেট পেশের আগে এই মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
আজ রাজ্য বাজেট পেশ। দুপুরে বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাড়ি-গাড়ি রেজিস্ট্রেশনে রাজ্য সরকার এবার বাড়তি সুবিধা দেয় কিনা নজর থাকবে সেদিকে। আজ দুপুর ২টোয় রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
পঞ্চায়েতের আগে এবারের বাজেট পেশ। রাজ্যের মাথার উপর পাহাড় প্রমাণ ঋণের বোঝা। বাজেটে বিভিন্ন সামাজিক খাতে বরাদ্দ বাড়াতে গেলে প্রথমেই দেনা মেটানোর ভাবনা মাথায় থাকবে। ইতিমধ্যেই 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে নানা অভাব-অভিযোগের বার্তা পৌঁছেছে রাজ্যের শাসকদলের মন্ত্রী-বিধায়কদের কাছে। গ্রামীণ বাংলার উন্নয়নে এবার আর কোন কোন খাতে বরাদ্দ বাড়ে নজর সেদিকে।
বিভিন্ন সামাজিক প্রকল্প এগিয়ে নিয়ে যেতে রাজ্যের ভাণ্ডার আর্থিকভাবে শক্তিশালী করতে চায় সরকার। কিন্তু আয় বাড়াতে গিয়ে জলকর বসানো কিংবা বাসভাড়া বাড়ানোর পথে হাঁটতে একেবারেই রাজি নন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এবারের বাজেটে বিভিন্ন দফতরের বরাদ্দ কমানো হতে পারে।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে জনমুখী নানা প্রকল্পে কাটছাঁটের পথ নেবে না রাজ্য সরকার। এমনই ধারাণা ওয়াকিবহাল মহলের। সেই কারণে আয়-ব্যায়ের সমতার কঠিন চ্যালেঞ্জ সামলে বরং সামাজিক প্রকল্প মসৃণ গতিতে চালিয়ে যাওয়ার ভাবনারই প্রতিফলন ঘটতে পারে বাজেটে।
তৃতীয়বর রাজ্যে ক্ষমতায় এসেই সামাজিক নানা প্রকল্পে বরাদ্দ বাড়িয়েছে রাজ্য সরকার। কন্যাশ্রী, রূপশ্রী, সাইকেল, ট্যাব বিলির নানা প্রকল্প জোরকদমে চলছে। ওয়াকিবহাল মহল বলছে, এবারের বাজেটেও এই প্রকল্পগুলিতে কাটছাঁট করতে চাইবে না রাজ্য।