Advertisment

West Bengal Budget 2024: রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর! ভোটের মুখে DA বাড়ানোর ঘোষণা বাজেটে

West Bengal Budget 2024: লোকসভা ভোটের আর মাত্র কয়েকমাস বাকি রয়েছে। তার আগে রাজ্য বাজেট পেশ করে জোর চর্চা ফেলে দিল মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সিভিক, গ্রিন, ভিলেজ পুলিশের ভাতা বাড়ানো হয়েছে। নতুন প্রকল্পের ঘোষণা রয়েছে বাজেটে। এর উপর রাজ্য সরকারি কর্মীদের কথা ভেবে ডিএ বাড়ানোর পথেও হাঁটল তৃণমূল নেতৃত্বাধীন সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
: West Bengal Budget 2024, WB Budget 2024, Finance Minister Chandrima Bhattacharya, Mamata Banerjee

West Bengal Budget 2024: বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা।

West Bengal Budget 2024: লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) আর মাত্র কয়েকমাস বাকি রয়েছে। ভোটের মাত্র কয়েকমাস আগে যুগান্তকারী বাজেট (Budget 2024) পেশ রাজ্য সরকারের। একেবারে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তদের জন্য বাজেটে একের পর এক সুখবর। ডিএ-দাবিতে দিনের পর দিন ধরে কলকাতার রাজপথে বিক্ষোভ-আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। এবার তাঁদের ডাকে সাড়া দিয়ে ডিএ বাড়াল রাজ্য সরকার।

Advertisment

বৃহস্পতিবার রাজ্য বাজেট (West bengal Budget 2024) পেশ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। এদিনই বাজেট পেশের সময়ে রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন তিনি। তবে ৪ শতাংশ ডিএ (DA) বৃদ্ধি করা হলেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মীদের মহার্ঘ্যভাতার ফারাক ৩২ শতাংশ রয়েই গেল।

আরও পড়ুন- West Bengal Budget 2024: ভোটের মুখে ‘মাস্টারস্ট্রোক’ তৃণমূল সরকারের, লক্ষ্মীর ভাণ্ডারে এবার উপচে পড়া টাকা!

এদিন শুধু ডিএ বৃদ্ধিই নয়। অত্যন্ত জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে (Lakshir Bhandar) ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে ভিলেজ, গ্রিন, সিভিক পুলিশদের ভাতাও ১ হাজার টাকা করে বাড়ানো হয়েছে।

আরও পড়ুন- West Bengal Budget 2024 Live Updates: কেন্দ্রের ১০০ দিনে পাল্টা, বছরে ৫০ দিনের কাজ নিশ্চিতে রাজ্যের নয়া উদ্যোগ ‘কর্মশ্রী’

এরই পাশাপাশি জনজাতি গোষ্ঠীর মহিলাদের ভাতাও ১০০০ থেকে বেড়ে ১২০০ টাকা করা হয়েছে। আগামী মে মাস থেকে বর্ধিত এই ভাতার অঙ্ক কার্যকর করা হবে। সেই সঙ্গে বছরে ২ মাসের জন্য মৎস্যজীবীদেরও ৫ হাজার টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে।

Budget West Bengal loksabha election 2024
Advertisment