WB Budget Live Updates: দুয়ারে লোকসভা ভোট। তার আগে বঙ্গবাসীর মন জয়ে রাজ্য বাজেটকেই হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডারের মত জনপ্রিয় প্রকল্পে অর্থের পরিমাণ একধাক্কায় বাড়ানো হল। সঙ্গে সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা হয় এই বাজেটে। কেন্দ্রের ১০০ কাজের মত রাজ্যও এবার বছরে ৫০ দিনের কাজ নিশ্চিৎ করছে। মে মাস থেকে চালু হচ্ছে 'কর্মশ্রী' প্রকল্প।
এক নজরে কী ঘোষণা হয়েছে বাজেটে?
- লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করল রাজ্য। বৃহস্পতিবার রাজ্য বাজেটে এই ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ৫০০ টাকা থেকে বাড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা করা হল ১ হাজার টাকা। এবং যাঁরা এতদিন ১ হাজার টাকা ভাতা পেতেন, তাঁরা এবার থেকে ১২০০ টাকা ভাতা পাবেন। তফসিলি জাতি ও তফসিলি উপজাতি এবং অনগ্রসর শ্রেণির মহিলাদের জন্য বরাদ্দ ১০০০ টাকা থেকে বেড়ে হল ১২০০ টাকা। এই বর্ধিত ভাতা পাওয়া যাবে ২০২৪ সালের মে মাস থেকে পাওয়া যাবে। এজন্য লক্ষ্মীর ভাণ্ডার খাতে সরকারের অতিরিক্ত ১২ হাজার কোটি টাকা খরচ হবে।
- সরকারি কর্মচারীরা সুখবর পেলেন বৃহস্পতিবার। আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি হল। র আগে গত বছর পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসবের উদ্বোধন করতে গিয়ে সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। জানুয়ারি মাসে মাস থেকে তা কার্যকর হয়েছিল। এই সময় ডিএ বেড়ে হয় ১০ শতাংশ। এখন আরও ৪ শতাংশ বাড়ায় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হল ১৪ শতাংশ। আগামী মে মাস থেকেই এই বর্ধিত ডিএ কার্যকর হবে।
- রাজ্য বাজেটে নয়া প্রকল্পের ঘোষণা করা হল। 'সমুদ্রসাথী' বলে এই প্রকল্পে প্রতি বছর দুমাস ৫,০০০ টাকা করে মৎসজীবীদের সহায়তা করবে সরকার। এর ফলে ২ লক্ষ মৎসজীবী উপকৃত হবে বলে জানান হয়েছে। এই প্রকল্পের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান হয়। পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা- এই তিন জেলার প্রতিটি নথিভুক্ত মৎসজীবী প্রতিবছর, এই দুমাস, প্রতি মাসে ৫,০০০ টাকা করে পাবেন।
- বৃহস্পতিবারের বাজেটে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ, গ্রিন পুলিশের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হল। তাঁদের ভাতা বাড়ল হাজার টাকা। চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন হারে মহার্ঘ ভাতা। রাজ্য পুলিশে তাঁদের যুক্ত হওয়ার কোটাও ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এই খাতে ১৮০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
- কেন্দ্রের ১০০ দিনের কাজের পাল্টা এবার রাজ্যবাসীদের জন্য ৫০দিনের কাজের প্রকল্প চালু করবে রাজ্য সরকার। রাজ্য বাজেটে এই ঘোষণা করলেন অর্থ প্রতিমন্ত্রী। নতুন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'কর্মশ্রী'। আগামী মে মাস থেকে কার্যকর হবে নতুন এই প্রকল্প। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'রাজ্য সরকার তার সীমিত আর্থিক বাজেটের মধ্যে রাজ্যবাসীর জন্য কাজ করে চলেছে। অথচ ১০০ দিনের প্রকল্পে রাজ্যের পাওনা দিচ্ছে না কেন্দ্র।'
- সরকারি দফতরে শূন্যপদ নিয়োগে জরুরি ভিত্তিতে ব্যবস্থা। ৫ লাখ চাকরির ঘোষণা।
- আলুচাষিদের সহায়তার জন্য বিমার প্রিমিয়াম সরকার সম্পূর্ণভাবে বহন করবে। অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। আগে আলুর বিমা করাতে গেলে একর প্রতি ৪.৮৫ শতাংশ হারে প্রিমিয়াম জমা দিতে হতে চাষিকে। এর আগে তা কমিয়ে করা হয়েছিল মাত্র ৩ শতাংশ। তবে এবার বিমার প্রিমিয়াম সরকার সম্পূর্ণভাবে বহনের ঘোষণার ফলে উপকৃত হবেন রাজ্যের কয়েক লক্ষ চাষি।
- পরিযায়ী শ্রমিকরা তাদের কর্মক্ষেত্রে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাবেন। পরিযায়ী শ্রমিক পোর্টালে যারা নথিভুক্ত আছে, তাদের স্বাস্থ্যসাথীর আওতায় আনা হচ্ছে।
- যুবক-যুবতীদের কর্ম সংস্থানের জন্য বিভিন্ন সরকার এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থা গুলোতে সমস্ত খালিপদ পূরণ করার জন্য ৫ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 'এত আর্থিক সঙ্কটের মধ্যেও আমরা দেখিয়েছি কীভাবে এগোতে হয়। মানুষকে একতরফা বিভ্রান্তির চেষ্টা করছে বিজেপি। আমি গতকাল বলেছিলাম চমকে দেব। শুধু কুৎসা, অপপ্রচার আর ভাগাভাগির রাজনীতি করলে উন্নয়ন হয় না।'
এদিনের বাজেটকে ভোটমুখী বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'রাজ্য বাজেট ভোটের প্রচার ছাড়া আর কিছুই নয়। ভয়ে আতঙ্কিত হয়ে এই বাজেট পেশ করা হয়েছে। রাজস্বের কী হবে এই বাজেটে বলা হয়নি। কর্মসংস্থানে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনও দিশা নেই। ভোটের সময় সিভিক ভলেন্টিয়ারদের কাজে লাগাতে ১০০০ টাকা করে বেতন বাড়ানো হয়েছে। এসটি-এসসি মহিলাদের লক্ষ্মীরভাণ্ডার মাত্রা ২০০ টাকা জেনারেলদের থেকে বেশিষ এটা এপমান। বড় শিল্প রাজ্যে আনার কোনও ঘোষমা নেই। আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে কীভাবে কার্যকর হবে তা বলা হল না। এই বাজেট অনেক কিছু লোকসভার কথা মাথায় রেখে। যা এখনই কার্যকর হবে না।'
বৃহস্পতিবার বিধানসভা বাজেট পেশের আগে রাজ্য সঙ্গীতের পাল্টা বিজেপি বিধায়করা পাল্টা জাতীয় সঙ্গীত গান। যা নিয়ে উত্তেজনা ছড়ায়। জাতীয় সঙ্গীতকে অপমান করার অভিযোগে বিজেপিকে আক্রমণ করেন খোদ মুখ্যমন্ত্রী। এরপর বাজেট পাঠ শুরু করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট পেশের সময় বিজেপির বিধায়করা তীব্র প্রতিবাদ জানায়। কিছুক্ষণের মধ্যেই নিজের আসন ছেড়ে উটে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'এটা পার্টি অফিস নয়, এটা বিধানসভা। বিজেপি বাংলা ও বাঙালি বিরোধী। পাল্টা 'জয় শ্রীরাম' স্লোগান তুলে হইচই করেন বিজেপি বিধায়করা। তখন মুখ্যমন্ত্রী বলেন, 'কেন বাজেট পড়তে দেওয়া হচ্ছে না, তাহলে কী ভয় পাচ্ছেন?' পরে শুভেন্দু অধিকারী বলেন, 'ওটা রাজ্য সঙ্গীত না বলে জাতীয় সঙ্গীত বলা হয়েছে। তাই আমরা জাতীয় সঙ্গীত গেয়েছি। দেশকে দু'ভাগ করার চেষ্টা করছে। যা খুশি চাপিয়ে দিলে কোম্পানির লোকেরা মেনে নেবেন, বিজেপি বা জনগণ মানবে না। দেশপ্রেম, রাষ্ট্রবাদ ও ভারত মাতার অবমাননা হলে বিজেপি আপস করবে না।'
আরও পড়ুন- Saradha Case: সারদার আরও একটি মামলায় বিরাট স্বস্তি কুণালের! ‘মুক্ত’ সুদীপ্ত সেনও
-
Feb 08, 2024 17:04 ISTএকতরফা বিভ্রান্তির চেষ্টা বিজেপির: মমতা
বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 'এত আর্থিক সঙ্কটের মধ্যেও আমরা দেখিয়েছি কীভাবে এগোতে হয়। মানুষকে একতরফা বিভ্রান্তির চেষ্টা করছে বিজেপি। আমি গতকাল বলেছিলাম চমকে দেব। শুধু কুৎসা, অপপ্রচার আর ভাগাভাগির রাজনীতি করলে উন্নয়ন হয় না।'
-
Feb 08, 2024 16:59 ISTরাজ্য বাজেট 'ভোটমুখী', দাবি শুভেন্দুর
এদিনের বাজেটকে ভোটমুখী বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'রাজ্য বাজেট ভোটের প্রচার ছাড়া আর কিছুই নয়। ভয়ে আতঙ্কিত হয়ে এই বাজেট পেশ করা হয়েছে। রাজস্বের কী হবে এই বাজেটে বলা হয়নি। কর্মসংস্থানে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনও দিশা নেই। ভোটের সময় সিভিক ভলেন্টিয়ারদের কাজে লাগাতে ১০০০ টাকা করে বেতন বাড়ানো হয়েছে। এসটি-এসসি মহিলাদের লক্ষ্মীরভাণ্ডার মাত্রা ২০০ টাকা জেনারেলদের থেকে বেশিষ এটা এপমান। বড় শিল্প রাজ্যে আনার কোনও ঘোষমা নেই। আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে কীভাবে কার্যকর হবে তা বলা হল না। এই বাজেট অনেক কিছু লোকসভার কথা মাথায় রেখে। যা এখনই কার্যকর হবে না।'
-
Feb 08, 2024 16:58 ISTস্মার্ট ফোন এবার একাদশেই
আর দ্বাদশে নয়, এবার একাদশ থেকেই পড়ুয়ারা পাবেন স্মার্ট ফোন। ঘোষণা বাজেটে।
-
Feb 08, 2024 16:26 ISTআলুচাষিদের সহায়তায় বড় ঘোষণা
আলুচাষিদের সহায়তার জন্য বিমার প্রিমিয়াম সরকার সম্পূর্ণভাবে বহন করবে। অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। আগে আলুর বিমা করাতে গেলে একর প্রতি ৪.৮৫ শতাংশ হারে প্রিমিয়াম জমা দিতে হতে চাষিকে। এর আগে তা কমিয়ে করা হয়েছিল মাত্র ৩ শতাংশ। তবে এবার বিমার প্রিমিয়াম সরকার সম্পূর্ণভাবে বহনের ঘোষণার ফলে উপকৃত হবেন রাজ্যের কয়েক লক্ষ চাষি।
-
Feb 08, 2024 16:15 ISTপরিযায়ী শ্রমিকরাও এবার স্বাস্থ্যসাথীর আওতায়
পরিযায়ী শ্রমিকরা তাদের কর্মক্ষেত্রে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাবেন। পরিযায়ী শ্রমিক পোর্টালে যারা নথিভুক্ত আছে, তাদের স্বাস্থ্যসাথীর আওতায় আনা হল।
-
Feb 08, 2024 16:09 IST৫ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির প্রয়াস
যুবক-যুবতীদের কর্ম সংস্থানের জন্য বিভিন্ন সরকার এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থা গুলোতে সমস্ত খালিপদ পূরণ করার জন্য ৫ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
-
Feb 08, 2024 16:07 ISTআবাস যোজনা নিয়ে রাজ্যের চ্যালঞ্জ
আবাস যোজনার টাকার জন্য আরও এক মাস অপেক্ষা করব। তার পরও কেন্দ্র সরকার টাকা না দিলে রাজ্য সরকার এই বিষয়টি বিবেচনা করবে বলে বাজেট ঘোষণায় বললেন চন্দ্রিমা ভট্টাচার্য।
-
Feb 08, 2024 16:06 ISTশিক্ষানবিশদের জন্য মাসে দেড় থেকে দু’হাজার টাকা ভাতা
বৃহস্পতিবার রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করলেন, তরুণ শিক্ষানবিশদের জন্য বড় উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। যে তরুণ শিক্ষানবিশরা ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য ট্রেনিং নিচ্ছেন অথবা যুবশ্রী প্রকল্পের আওতায় থাকে শিক্ষানবিশদের মাসে দেড় থেকে দু’হাজার টাকা ভাতা দেওয়া হবে। এই নতুন স্কিমের জন্য প্রায় ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।
-
Feb 08, 2024 16:03 ISTমিড ডে মিল রাঁধুনিদের সুখবর
মিড ডে মিল রাঁধুনিদের মাইনে ১০০০ থেকে ১৫০০ টাকা করা হল।
-
Feb 08, 2024 16:02 ISTসিভিক, গ্রীন পুলিশের ভাতা বৃদ্ধি
গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের ভাতা আরও হাজার টাকা করে বাড়ল। অবসরকালীন সময়ে যে পুলিশরা ২ বা ৩ লক্ষ টাকা অবসরকালীন সুবিধা পেতেন তারা সেটা ৫ লক্ষ টাকা করে পাবেন।
-
Feb 08, 2024 15:55 ISTমমতার মাস্টারস্ট্রোক
মমতার মাস্টারস্ট্রোক। বছরে ৫০ দিনের কাজ নিশ্চিতে মমতা সরকারের নয়া উদ্যোগ 'কর্মশ্রী' প্রকল্প। আগামী মে মাস থেকেই যা কার্যকর হবে।
-
Feb 08, 2024 15:47 ISTমৎসজীবীদের জন্য নয়া প্রকল্পের ঘোষণা
'সমুদ্রসাথী' প্রকল্পের ঘোষণা বাজেটে। পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীরা নানা প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করেই সমুদ্রে যান। এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাস অবধি যেহেতু সমুদ্র যেতে নিষেধ থাকে, তাঁদের পেটেও টান পড়ে। তাই এই প্রকল্প। এর মাধ্যমে এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত এই দুই মাস প্রতি মাসে ৫ হাজার টাকা করে পাবেন। এর ফলে প্রায় ২ লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন। ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে।
-
Feb 08, 2024 15:45 ISTসিভিক, গ্রীন পুলিশের ভাতা বৃদ্ধি
গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের ভাতা আরও হাজার টাকা করে বাড়ল। অবসরকালীন সময়ে যে পুলিশরা ২ বা ৩ লক্ষ টাকা অবসরকালীন সুবিধা পেতেন তারা সেটা ৫ লক্ষ টাকা করে পাবেন।
-
Feb 08, 2024 15:44 ISTমৎসজীবীদের জন্য নয়া প্রকল্পের ঘোষণা
মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্প- ‘সমুদ্র সাথি’। রাজ্যের সরকারি খাতায় নথিভুক্ত ২ লাখ মৎসজীবী এর ফলে মাসে ৫ হাজার করে পাবেন।
-
Feb 08, 2024 15:43 ISTমৎসজীবীদের জন্য নয়া প্রকল্পের ঘোষণা
'সমুদ্রসাথী' প্রকল্পের ঘোষণা বাজেটে। পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীরা নানা প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করেই সমুদ্রে যান। এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাস অবধি যেহেতু সমুদ্র যেতে নিষেধ থাকে, তাঁদের পেটেও টান পড়ে। তাই এই প্রকল্প। এর মাধ্যমে এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত এই দুই মাস প্রতি মাসে ৫ হাজার টাকা করে পাবেন। এর ফলে প্রায় ২ লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন। ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে।
-
Feb 08, 2024 15:39 IST১০০ দিনের কাজে শ্রমিকদের বকেয়া বরাদ্দ
বাজেটে ১০০ দিনের কাজে শ্রমিকদের বকেয়া বাবদ ৩৭০০ কোটি বরাদ্দ করল রাজ্য সরকার। জব কার্ড আছে এমন শ্রমিকরা পাবেন এই টাকা।
-
Feb 08, 2024 15:39 IST৬টি ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক করিডোর
২০২৪-২৫ অর্থবর্ষে ৩.৬৬.১১৬ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেনড ওয়ার্কার্স ওয়েলফেয়ার্স স্কিম চালু হয়েছে। ৬টি ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক করিডোর গড়ে তোলা হচ্ছে- ডানকুনি থেকে খড়গপুর রঘুনাথপুর, কল্যাণী ডানকুনি, ডানকুনি তাজপুর, পানাগড় কোচবিহার, খড়গপুর মুর্শিদাবাদ।
-
Feb 08, 2024 15:37 ISTরাজস্ব বৃদ্ধির দাবি
বাজেট ঘাটতি সাত কোটি টাকা। রাজস্ব ১০ শতাংশ হারে বেড়েছে।
-
Feb 08, 2024 15:36 ISTনতুন প্রকল্পের ঘোষণা
কর্মশ্রী নতুন প্রকল্প চালু হচ্ছে বেকারদের জন্য। বাজেটে অনগ্রসর শ্রেণিকল্যাণ বিভাগে ব্যয় বরাদ্দ ২.২৭০.৩০ কোটি টাকা বরাদ্দ। সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষার জন্য ৫.৫৩৯.৬৫ কোটি টাকা।
-
Feb 08, 2024 15:30 ISTডিএ আরও বাড়ল
বাজেট ভাষণে সরকারি কর্মচারীদের সুখবর দিলেন অর্থমন্ত্রী। আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি হল সরকারি কর্মীদের। জানুয়ারি মাসে ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। সেই সময় মোট ১০ শতাংশ বৃদ্ধি হয় ডিএ। এখন আরও ৪ শতাংশ বাড়ায় ডিএ বৃদ্ধির পরিমাণ হল ১৪ শতাংশ। আগামী মে মাস থেকেই এই ডিএ কার্যকর হবে।
-
Feb 08, 2024 15:26 ISTবিজেপি বাংলা ও বাঙালি বিরোধী: মমতা
চন্দ্রিমার বাজেট পেশের মাঝেই হট্টগোল শুরু করেন বিরোধীরা। তাঁদের থামানোর চেষ্টা করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তার পরেও বিরোধীরা না থামলে উঠে বলতে শুরু করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘‘এটা বিজেপির পার্টি অফিস না। এটা বিধানসভা। বিজেপি দল অ্যান্টি বাংলা, অ্যান্টি বাঙালি।’’
-
Feb 08, 2024 15:24 ISTবাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা
বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করল রাজ্য। বাড়ানো হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ। এতদিন দেওয়া হত ৫০০ টাকা করে। এখন হবে ১০০০ টাকা করে। জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বেড়ে হচ্ছে ১২০০ টাকা।
-
Feb 08, 2024 15:23 IST১০০ দিনের কাজে শ্রমিকদের বকেয়া বরাদ্দ
বাজেটে ১০০ দিনের কাজে শ্রমিকদের বকেয়া বাবদ ৩৭০০ কোটি বরাদ্দ করল রাজ্য সরকার।
-
Feb 08, 2024 15:17 IST১০০ দিনের কাজে শ্রমিকদের বকেয়া বরাদ্দ
বাজেটে ১০০ দিনের কাজে শ্রমিকদের বকেয়া বাবদ ৩৭০০ কোটি বরাদ্দ করল রাজ্য সরকার। জব কার্ড আছে এমন শ্রমিকরা পাবেন এই টাকা।
-
Feb 08, 2024 15:15 ISTবাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা
বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করল রাজ্য। বাড়ানো হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ। এতদিন দেওয়া হত ৫০০ টাকা করে। এখন হবে ১০০০ টাকা করে। জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বেড়ে হচ্ছে ১২০০ টাকা।
-
Feb 08, 2024 15:14 ISTবিধানসভায় হট্টগোল শুরু বিজেপির
কেন্দ্রীয় বাজেট জনবিরোধী, উল্লেখ রাজ্য বাজেটের ভাষণে। সঙ্গে সঙ্গে হট্টগোল শুরু বিজেপির। তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁকে চুপ করার আবেদন স্পিকারের।
-
Feb 08, 2024 15:10 ISTশুরু রাজ্য বাজেট
রাজ্য বিধানসভায় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
-
Feb 08, 2024 13:52 ISTকীভাবে কমবে সরকারি খরচ?
অভিযোগ বহু সামাজিক উন্নয়ন প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ। ফলে আবাস যোজনা, ১০০ দিনের কাজের 'বঞ্চিত'দের অর্থ যোগাবে রাজ্য সরকারই। ঘোষমা করেছেন খোদ মুখ্যমন্ত্রী। নজরে এবার বাজেটে কোন কোন নয়া প্রকল্প ঘোষণা হয়, কোন কোন প্রকল্পে অর্থ বরাদ্দ বাড়ানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে সরকারি খরচ কমানো বিষয়টিও।
-
Feb 08, 2024 12:43 ISTকেমন হতে পারে এবারের রাজ্য বাজেট?
বিগত বছরগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাজেটে বহু সামাজিক ন্যায় প্রকল্পের উপর জোর দিয়েছে। লোকসভা ভোটের কথা বিবেচনা করে কী সেই প্রতিফলন কী এবারও লক্ষ্য করা যাবে? সেদিকেই নজর বঙ্গবাসীর।
-
Feb 08, 2024 12:42 ISTরাজ্যপালের ভাষণ ছাড়াই বাজেট পেশ
এবার রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট শুরু হচ্ছে না। রাজ্যপালের ভাষণ ছাড়াই পেশ হবে রাজ্য বাজেট।
-
Feb 08, 2024 12:41 ISTআজ রাজ্য বাজেট
বৃহস্পতিবার বিকেল তিনটে রাজ্য বিধানসভায় বাজেট পেশ করবেন বাংলার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।