Hooghly Bus Accident: সপ্তমীর সকালে মর্মান্তিক বাস দুর্ঘটনা হুগলির হরিপালে। এই দুর্ঘনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জনের, আহত কমপক্ষে ২০। সংবাদ সংস্থা পিটিআই-কে এসপি সুকেশ জৈন জানিয়েছেন, সকাল ৯টা নাগাদ কলকাতাগামী একটি বাস গজারমোড়ের কাছে ডাকাতিয়া খালে পড়ে যায়।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং পুলিশকেও খবর দেওয়া হয়। এরপর শুরু হয় উদ্ধার কাজ। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ডাকাতিয়া খালে পড়ে রয়েছে দুর্ঘটনাগ্রস্থ বাসটি।
তবে ঠিক কী কারণে বাসটি খালের মধ্যে পড়ে গিয়েছে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
উল্লেখ্য, এদিনের এই বাস দুর্ঘটনা চলতি বছরে ঘটে যাওয়া আরেকটি বাস দুর্ঘটনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। জানুয়ারি মাসের শেষ দিকে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ এলাকায় নলিনী বাস্কে সেতুতে রেলিং ভেঙে খালে পড়ে যায় একটি যাত্রী বোঝাই বাস। এই দুর্ঘটনায় একাধিক মানুষ হতাহত হয়েছিলেন। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, শীতকালের ভোরে দৃশ্যমানতা কম থাকার কারণেই দুর্ঘটনা ঘটেছে।
Read this story in English