Advertisment

West Bengal By-Election Highlights: ৫টা পর্যন্ত চার কেন্দ্রে ভোট পড়ল ৬২.৭১ শতাংশ, সবচেয়ে বেশি রায়গঞ্জে

West Bengal By Polls: উপনির্বাচনেও দেখা গেল সন্ত্রাসের চেনা ছবি। রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং মানিকতলা, সর্বত্রই গন্ডগোল-অশান্তি লক্ষ্য করা গিয়েছে। সবচেয়ে অশান্তির খবর এসেছে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal By-Election Live Updates: পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন

West Bengal By-Election Live Updates: মানিকতলা কেন্দ্রে ভোট দিলেন ভোটাররা। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

West Bengal Assembly Bypolls: রাজ্যে চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৬২.৭১ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে রায়গঞ্জে। এই কেন্দ্রে ভোটদানের হার ৬৭.১২ শতাংশ। এ ছাড়াও রানাঘাট দক্ষিণে ৬৫.৩৭ শতাংশ, বাগদায় ৬৫.১৫ শতাংশ এবং মানিকতলায় ৫১.৩৯ শতাংশ ভোট পড়েছে।

Advertisment

উপনির্বাচনেও দেখা গেল সন্ত্রাসের চেনা ছবি। রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং মানিকতলা, সর্বত্রই গন্ডগোল-অশান্তি লক্ষ্য করা গিয়েছে। সবচেয়ে অশান্তির খবর এসেছে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে। এখানে বেছে বেছে ভোটের আগের রাত এবং ভোটের দিন বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালানো হয়েছে। মারধর করা হয়েছে বিজেপির পোলিং এজেন্ট, পঞ্চায়েত সদস্যকে। বাগদায় তৃণমূল কর্মী-সমর্থকরা হামলা চালিয়েছেন বিজেপি প্রার্থীর গাড়িতে। তাঁকে মারধর করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে তাঁর গাড়ি।

এদিকে, মানিকতলাতেও বার বার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে। মানিকতলা কেন্দ্রের যে কোনও বুথে গিয়েই তৃণমূল কর্মী-সমর্থকদের কড়া ম্যান মার্কিংয়ে পড়েছেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় গোলকিপার। তিনি পুনর্নির্বাচনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

আরও পড়ুন Mamata Banerjee: ‘ভোটের সময় যে যত পেরেছে কামিয়েছে’, সবজির দাম বৃদ্ধিতে রেগে আগুন মমতা!

  • Jul 10, 2024 17:58 IST
    বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৬২.৭১ শতাংশ

    রাজ্যে চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৬২.৭১ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে রায়গঞ্জে। এই কেন্দ্রে ভোটদানের হার ৬৭.১২ শতাংশ। এ ছাড়াও রানাঘাট দক্ষিণে ৬৫.৩৭ শতাংশ, বাগদায় ৬৫.১৫ শতাংশ এবং মানিকতলায় ৫১.৩৯ শতাংশ ভোট পড়েছে।



  • Jul 10, 2024 17:27 IST
    বার বার বিক্ষোভের মুখে কল্যাণ চৌবে

    মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের। গো-ব্যাক, চোর-চোর স্লোগান। এলাকায় ব্যাপক উত্তেজনা।



  • Jul 10, 2024 17:26 IST
    বাগদায় আক্রান্ত বিজেপি প্রার্থী

    ফের অশান্ত বাগদা। ১৮৮ নম্বর বুথে বহিরাগতদের দিয়ে ছাপ্পা ভোট চলার অভিযোগ পেয়ে চলে আসেন বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস। কেন্দ্রীয় বাহিনী জমায়তে সরিয়ে দিলেও, অশান্ত হয় পরিস্থিতি। পরে বিজেপি প্রার্থীকে দেখে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা। বিজেপি প্রার্থী গাড়িতে করে পালানোর সময় ইট ছোড়া হয়। গাড়ি ভাঙচুর করা হয়, রেয়াত করা হয়নি সংবাদমাধ্যমের কর্মীদেরও।



  • Jul 10, 2024 17:02 IST
    ফুলবাগান থানার সামনে অবস্থানে বিজেপি

    মানিকতলায় ভোট লুটের অভিযোগ তুলে ফুলবাগান থানার সামনে অবস্থান বিক্ষোভে বিজেপি। বেশ কিছু ক্ষণ বিজেপি কর্মীরা থানার সামনে বিক্ষোভ দেখান।



  • Jul 10, 2024 16:44 IST
    পুনর্নির্বাচনের দাবি সিপিএমের

    ভোটের নামে প্রহসন হয়েছে। রানাঘাট দক্ষিণ পুনর্নিবার্চনের দাবি সিপিএমের। কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারেরও।



  • Jul 10, 2024 15:58 IST
    বার বার বিক্ষোভের মুখে কল্যাণ চৌবে

    মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের। গো-ব্যাক, চোর-চোর স্লোগান। এলাকায় ব্যাপক উত্তেজনা।



  • Jul 10, 2024 14:52 IST
    ঘেরাও কল্যাণ চৌবে

    কাঁকুড়গাছিতে ঘেরাও বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। মানিকতলার বিজেপি প্রার্থী গাড়ি দেখে বিক্ষোভ, গো-ব্যাক, চোর চোর স্লোগান তৃণমূল কর্মী-সমর্থকদের। এলাকায় বিশৃঙ্খলা।



  • Jul 10, 2024 14:46 IST
    বিজেপি প্রার্থীর মাকে সাহায্য তৃণমূল কাউন্সিলরের

    মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের মাকে ভোট দিতে সাহায্য করলেন তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য রাউত। সৌজন্যের ছবি মানিকতলায়।



  • Jul 10, 2024 14:02 IST
    বেলা ১টা পর্যন্ত ভোটের হার ৩৮.২৮ শতাংশ

    দুপুর ১টা পর্যন্ত রাজ্যের চার কেন্দ্রে ভোটদানের গড় হার ৩৮.২৮ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে ভোটদানের হার ৪২.১৯ শতাংশ। পাশাপাশি রায়গঞ্জে ৪১.৩৮ শতাংশ, বাগদায় ৩৫.৬৬ শতাংশ এবং মানিকতলায় ৩৩.৩৭ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশন সূত্রে ভোটের হার জানা গিয়েছে।



  • Jul 10, 2024 13:39 IST
    বিক্ষোভের মুখে রায়গঞ্জের বিজেপি প্রার্থী

    রায়গঞ্জে বিজেপি প্রার্থীকে দেখে বিক্ষোভ। জমায়েত দেখে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন বিজেপি প্রার্থী মানসকুমার ঘোষের। প্রার্থীকে দেখে গো-ব্যাক, জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মী-সমর্থকদের।



  • Jul 10, 2024 13:29 IST
    মানিকতলায় ভুয়ো ভোটার ধৃত

    মানিকতলা উপনির্বাচনে ধরা পড়ল 'ভুয়ো' ভোটার। অন্যজনের আধার কার্ড নিয়ে সে ভোট দিতে এসেছিল বলে উল্লেখ করে অভিযুক্ত। সৌভিক সরকার নামে এক ব্যক্তির ভোটার কার্ড নিয়ে ভোট দিতে আসে সে। মুখের সঙ্গে পরিচয়পত্রের চেহারার মিল না থাকায় তাঁকে ভোট দিতে বাধা দেন ভোটকর্মীরা। পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে আমতা আমতা করে কথা বলতে শুরু করে অভিযুক্ত, সে জানায়, অন্য কারওর হয়ে ভোট দিতে এসেছে সে। সবশেষে চম্পট দেয় ওই স্থান থেকে। বিডন স্ট্রিটের ভবতরণ সরকার বিদ্যালয়ের ঘটনা।



  • Jul 10, 2024 13:29 IST
    মানিকতলায় ভুয়ো ভোটার ধৃত

    মানিকতলা উপনির্বাচনে ধরা পড়ল 'ভুয়ো' ভোটার। অন্যজনের আধার কার্ড নিয়ে সে ভোট দিতে এসেছিল বলে উল্লেখ করে অভিযুক্ত। সৌভিক সরকার নামে এক ব্যক্তির ভোটার কার্ড নিয়ে ভোট দিতে আসে সে। মুখের সঙ্গে পরিচয়পত্রের চেহারার মিল না থাকায় তাঁকে ভোট দিতে বাধা দেন ভোটকর্মীরা। পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে আমতা আমতা করে কথা বলতে শুরু করে অভিযুক্ত, সে জানায়, অন্য কারওর হয়ে ভোট দিতে এসেছে সে। সবশেষে চম্পট দেয় ওই স্থান থেকে। বিডন স্ট্রিটের ভবতরণ সরকার বিদ্যালয়ের ঘটনা।



  • Jul 10, 2024 13:28 IST
    দলীয় প্রতীক গায়ে বুথে মানিকতলার তৃণমূল প্রার্থী

    মানিকতলায় বিতর্কে তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। দলীয় প্রতীক শাড়িতে পরে বুথের ভিতরে ঢোকার অভিযোগ তাঁর বিরুদ্ধে।



  • Jul 10, 2024 13:15 IST
    বাগদায় আক্রান্ত বিজেপি প্রার্থী

    ফের অশান্ত বাগদা। ১৮৮ নম্বর বুথে বহিরাগতদের দিয়ে ছাপ্পা ভোট চলার অভিযোগ পেয়ে চলে আসেন বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস। কেন্দ্রীয় বাহিনী জমায়তে সরিয়ে দিলেও, অশান্ত হয় পরিস্থিতি। পরে বিজেপি প্রার্থীকে দেখে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা। বিজেপি প্রার্থী গাড়িতে করে পালানোর সময় ইট ছোড়া হয়। গাড়ি ভাঙচুর করা হয়, রেয়াত করা হয়নি সংবাদমাধ্যমের কর্মীদেরও।



  • Jul 10, 2024 13:12 IST
    দলীয় প্রতীক গায়ে বুথে মানিকতলার তৃণমূল প্রার্থী

    মানিকতলায় বিতর্কে তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। দলীয় প্রতীক শাড়িতে পরে বুথের ভিতরে ঢোকার অভিযোগ তাঁর বিরুদ্ধে।



  • Jul 10, 2024 12:55 IST
    লাঠি উঁচিয়ে জমায়েত সরাল কেন্দ্রীয় বাহিনী

    বুথের বাইরে ১০০ মিটারের মধ্যে অবৈধ জমায়েত। রায়গঞ্জে লাঠি উঁচিয়ে তাড়া কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। তাড়া করে জমায়েত সরালেন জওয়ানরা।



  • Jul 10, 2024 12:55 IST
    লাঠি উঁচিয়ে জমায়েত সরাল কেন্দ্রীয় বাহিনী

    বুথের বাইরে ১০০ মিটারের মধ্যে অবৈধ জমায়েত। রায়গঞ্জে লাঠি উঁচিয়ে তাড়া কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। তাড়া করে জমায়েত সরালেন জওয়ানরা।



  • Jul 10, 2024 12:53 IST
    রানাঘাটে বিজেপি প্রার্থী-কেন্দ্রীয় বাহিনী বচসা

    রানাঘাটের দেবগ্রামে বিজেপি প্রার্থী এবং কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বচসা। বিজেপি প্রার্থীর অভিযোগ, পরিচয়পত্র দেখানো সত্ত্বেও তাঁকে বুথের ভিতরে ঢুকতে বাধা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনীকে দালাল বলে তোপ দাগলেন বিজেপি প্রার্থী। দুপক্ষের বচসায় পরিস্থিতি উত্তপ্ত হয়। প্রার্থী মনোজ বিশ্বাস বিষয়টি কমিশনকে জানাবেন বলে জানিয়েছেন।



  • Jul 10, 2024 12:37 IST
    ভোট দিলেন সুপ্তি এবং শ্রেয়া পাণ্ডে

    মানিকতলার ভবতরণ স্কুলে ভোট দিলেন মানিকতলার তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে এবং তাঁর মেয়ে শ্রেয়া পাণ্ডে।

    এক্সপ্রেস ফটো- শশী ঘোষ



  • Jul 10, 2024 12:16 IST
    কলকাতায় বহিরাগত তাণ্ডবের অভিযোগ বিরোধীদের

    কলকাতার মানিকতলা কেন্দ্রে ৩০ নম্বর ওয়ার্ডে বহিরাগত তাণ্ডবের অভিযোগ তুলল সিপিএম এবং বিজেপির। মানিকতলা উপনির্বাচনে সিপিএম প্রার্থী রাজীব মজুমদার বহিরাগতদের দিয়ে ভোট করানোর অভিযোগ তুলেছেন।’  বিজেপির অভিযোগ, ১৬ এবং ৩১ নম্বর ওয়ার্ডে বাইরে থেকে গুন্ডাবাহিনী এনে ভোট করাচ্ছে তৃণমূল। যদিও তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি সাংগঠনিক দুর্বলতা ঢাকতে এমন অভিযোগ করছে।



  • Jul 10, 2024 12:13 IST
    কমিশন-পুলিশের বিরুদ্ধে তোপ অর্জুন সিংয়ের

    কলকাতার মতো জায়গায় কীভাবে বুথ দখল! মানিকতলায় ছাপ্পা ভোট, বুথ দখলের অভিযোগ। অভিযোগ তুলে শোরগোল ফেললেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। পুলিশকে সরকারের দালাল বলে দাগিয়ে দিলেন অর্জুন। বললেন, 'এত কিছুর পর বিকেলে কমিশন আর পুলিশ বলবে, শান্তিপূর্ণ ভোট হয়েছে। কিছুই কোথাও হয়নি।/



  • Jul 10, 2024 12:05 IST
    ১১টা পর্যন্ত চার কেন্দ্রে ২৪.২৫ শতাংশ ভোট পড়ল

    সকাল ১১টা পর্যন্ত বাংলার চার বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ২৪.২৫ শতাংশ। রায়গঞ্জে ভোট পড়েছে সবচেয়ে বেশি, ২৫.৯৮ শতাংশ। পাশাপাশি রানাঘাট দক্ষিণে ২৬.৩২ শতাংশ, বাগদায় ২২.৬৩ শতাংশ এবং মানিকতলায় ২১.৮৯ শতাংশ ভোট পড়েছে।



  • Jul 10, 2024 12:03 IST
    শাসক শিবিরের প্রতি আনুগত্য প্রচারে বেনজির কাণ্ড

    শাসক শিবিরের প্রতি আনুগত্য প্রচারে বেনজির কাণ্ড, ভোট দিয়ে শাসক দলকে সেই ভোটদানের ভিডিও করে দেখানোয় চূড়ান্ত শোরগোল। ভোট দিয়ে ছবি দিয়ে তৃণমূল করেন বলে প্রমাণ দিয়ে বিতর্ক সৃষ্টি করলেন রায়গঞ্জের এক মহিলা ভোটার। মহিলার অভিযোগ, 'ভিডিও না দেখালে কেউ বিশ্বাস করত না তাই ভিডিও তুলে এনেছেন'। পাশাপাশি বিজেপি করায় মিলছিল না কোন সুযোগ-সুবিধা। নিজেকে প্রমাণ করার জন্য ভিডিও করে তা দেখানোর সাক্ষী থাকল রায়গঞ্জের ১৬ নং ওয়ার্ড। যদিও তৃণমূলের তরফে দাবি মহিলা এমন কাজ না করলেও ভাল হত। মুখে বললেই দল বিশ্বাস করত।



  • Jul 10, 2024 10:35 IST
    বাগদায় বিজেপি প্রার্থীকে দেখে বিক্ষোভ

    বাগদার ডিহিলদহতে তুমুল উত্তেজনা। বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে দেখে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে তিনি সেখানে যান। তাঁকে দেখেই বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। গো-ব্যাক স্লোগান দেওয়া হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থী গন্ডগোল করতে এসেছেন। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ পরিস্থিতি সামাল দেয়।



  • Jul 10, 2024 10:22 IST
    সকাল ৯টা পর্যন্ত গড় ভোটদানের হার ১০.৮৫ শতাংশ

    সকাল ৯টা পর্যন্ত গড় ভোটদানের হার ১০.৮৫ শতাংশ। রাজ্যের চার কেন্দ্রের মধ্যে এগিয়ে রায়গঞ্জ। এই আসনে ভোট পড়েছে ১২.০১ শতাংশ। তার পরেই রয়েছে রানাঘাট দক্ষিণ। এখানে ভোট পড়েছে ১১.৫৮ শতাংশ। বাগদায় ভোটদানের হার ১০.৬১ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে মানিকতলা বিধানসভা কেন্দ্রে। সেখানে ৯.০১ শতাংশ ভোট পড়েছে। সবটাই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।



  • Jul 10, 2024 10:13 IST
    প্রাণের ভয়ে ভোট দিল না বিজেপি কর্মীর পরিবার

    ভোট দিতে গেলে হাত-পা কেটে দেওয়ার হুমকি। আতঙ্কে ঘরবন্দি বিজেপির পোলিং এজেন্ট। ভোট দিতে যাননি পরিবারের কেউ-ই। ভোট সন্ত্রাসের চেনা ছবি রানাঘাট দক্ষিণ কেন্দ্রের পায়রাডাঙায়।



  • Jul 10, 2024 10:05 IST
    বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা

    রানাঘাট দক্ষিণ বিধানসভার পায়রাডাঙা পঞ্চায়েতের ২ নম্বর প্রীতিনগর এলাকায় মঙ্গলবার গভীর রাতে পঞ্চায়েতের সদস্যের বাড়িতে হামলা চলানো হয়। পঞ্চায়েত সদস্য অমল বিশ্বাস ও গোলক মণ্ডলের বাড়িতে ঢুকে হামলা চালায় ৩০-৪০ জন দুষ্কৃতী। পরপর দুটি বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয়।



  • Jul 10, 2024 10:02 IST
    ভোট দিয়ে ভিডিও করলে মহিলা ভোটার

    শাসকদল তৃণমূলের বিশ্বাস অর্জনের জন্য বেনজির কাণ্ড। ভোট দিয়ে রীতিমতো ভিডিও করে তৃণমূলকে ভোট দেওয়ার প্রমাণ দিলেন মহিলা ভোটার। বিজেপি থেকে তৃণমূলে এসেছেন ওই মহিলা ভোটার। পদ্মশিবির থেকে কোনও সুযোগ সুবিধা না পেয়ে দলত্যাগ।



  • Jul 10, 2024 09:37 IST
    বাগদায় বুথ জ্যামের অভিযোগ

    বাগদায় বুথ জ্যামের অভিযোগ। মালিরপোতায় একটি বুথ জ্যামের অভিযোগ। বুথের বাইরে জমায়েতের খবর পেয়েই ছুটে আসেন বিজেপি প্রার্থী বিনয়কৃষ্ণ বিশ্বাস। বুথের বাইরে থেকে জমায়েত সরালো পুলিশ।



  • Jul 10, 2024 09:34 IST
    উপনির্বাচনেও সন্ত্রাসের চেনা ছবি

    উপনির্বাচনেও সন্ত্রাসের চেনা ছবি। পূর্ণনগরে গুলির চলার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে।



  • Jul 10, 2024 09:10 IST
    বুথে বুথে ঘুরছেন মুকুটমণি অধিকারী

    রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সকাল থেকেই বুথে বুথে গিয়ে ভোট পরিদর্শন করছেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। কেন্দ্রীয় বাহিনী বিজেপির দলদাস হিসেবে কাজ করছে বলে তাঁর অভিযোগ।



  • Jul 10, 2024 09:09 IST
    বিজেপির পর তৃণমূলের হয়েও বাজিমাত করবেন মুকুটমণি

    রানাঘাট দক্ষিণে মোট ভোটগ্রহণ কেন্দ্র ৩০৭। মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৭৮১। এই কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন মুকুটমণি অধিকারী। বিজেপির টিকিটে লড়ছেন মনোজ কুমার বিশ্বাস। আর বামেদের হয়ে লড়াইতে রয়েছেন অরিন্দম বিশ্বাস।



  • Jul 10, 2024 09:05 IST
    বিজেপির পঞ্চায়েত সদস্যকে মারধর

    ফের পায়রাডাঙায় দুষ্কৃতী তাণ্ডব। বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে ২৫-২৬ জনের দুষ্কৃতী দলের হামলা। বিজেপি নেতাকে ব্যাপক মারধর, ছাড় পায়নি নাবালিকাও। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। ভোটের আগে রাতে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ বিজেপির।



  • Jul 10, 2024 08:56 IST
    বিজেপির নেতা-কর্মীদের মারধর, গ্রেফতার ২৬

    পায়রাডাঙায় বিজেপির নেতা-কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুর। ঘটনায় ২৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। এলাকাবাসী রীতিমতো আতঙ্কিত।



  • Jul 10, 2024 08:28 IST
    মানিকতলায় ত্রিমুখী লড়াই

    মানিকতলায় ২৭৭ বুথে হচ্ছে ভোটগ্রহণ। এই কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ১০ হাজার ৪৯৩। এই কেন্দ্রের প্রধান ৩ প্রতিদ্বন্দ্বী হলেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে, বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ও বাম প্রার্থী রাজীব মজুমদার।



  • Jul 10, 2024 08:14 IST
    বিজেপি এজেন্টের বাড়িতে রাতে দুষ্কৃতী হানা

    মুখ ঢেকে বিজেপি এজেন্টের বাড়িতে রাতে দুষ্কৃতী হানা। ৩৫-৪০ জনের দুষ্কৃতী দল ওই বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। জানলার কাচ, সিসিটিভি ভাঙচুর করা হয়েছে। রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি প্রার্থীর।



  • Jul 10, 2024 08:01 IST
    পায়রাডাঙায় বিজেপি এজেন্টের বাড়ি ভাঙচুর

    রানাঘাট দক্ষিণ কেন্দ্রের পায়রাডাঙায় বিজেপি এজেন্টের বাড়ি ভাঙচুরের অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী।



  • Jul 10, 2024 07:49 IST
    কোন কেন্দ্রে কোন দল এগিয়ে?

    লোকসভা নির্বাচনের ফলের নিরিখে তিন কেন্দ্রে এগিয়ে বিজেপি। রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণে এগিয়ে পদ্মশিবির। একমাত্র মানিকতলা কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস।



  • Jul 10, 2024 07:48 IST
    ভোট দিলেন কৃষ্ণ কল্যাণী

    বুধবার সকালে ভোটগ্রহণ শুরু হতেই ভোট দিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে ১৪১ নম্বর বুথে ভোট দেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে তৃণমূল প্রার্থী বিরোধীদের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তুলেছেন।



  • Jul 10, 2024 07:46 IST
    কড়া নিরাপত্তায় উপনির্বাচন

    চার কেন্দ্রের উপনির্বাচনে অশান্তু এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করেছে নির্বাচন কমিশন। পুলিশের পাশাপাশি, এই ভোটেও থাকছে কেন্দ্রীয় বাহিনী। চার কেন্দ্রের জন্য মোট ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করেছে কমিশন। তার মধ্যে বাগদায় থাকবে সবথেকে বেশি বাহিনী। সেখানে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে।



  • Jul 10, 2024 07:46 IST
    চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন

    রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে শুরু উপনির্বাচন। রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং মানিকতলা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ।



Manicktala by election West Bengal Assembly By Election CONGRESS ranaghat dakshin CPIM bjp tmc Bagdah
Advertisment