আজ কোজাগরী লক্ষ্মীপুজো। ধনদেবীর আরাধনায় মেতে উঠেছে গোটা বাংলা। দুর্গাপুজোর মাত্র কয়েকদিনের মাথায় এই লক্ষ্মীপুজো ঘিরেও উৎসাহ-উদ্দীপনার শেষ নেই। গ্রাম থেকে শহর ধন-সম্পত্তির দেবীর পুজো ঘিরে উৎসাহ অন্তহীন। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরাও মেতেছেন ধনদেবীর পুজোয়। তবে ফি বারের মতো এবারও লক্ষ্মীপুজোয় বাজারে গিয়ে মাথায় হাত মধ্যবিত্তের। ফল-ফুল থেকে শুরু করে শাক-সবজির আগুন দামে পকেটে আম আদমির।
পঞ্জিকার বিষুদ্ধ মতের সময় সারণী মেনে রবিবার ভোর ৩ টে ২৯ মিনিট ৫৬ সেকেন্ডে পূর্ণিমা পড়ে গিয়েছে। অর্থাৎ আজ ভোর থেকেই মা লক্ষ্মীর আরাধনা পর্ব শুরু করা যাচ্ছে। রবিবার গোটা দিন কাটিয়ে রবিবার গভীর রাত অর্থাৎ ২টো ২৫ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত পূর্ণিমা থাকছে। সুতরাং ধনদেবীর আরাধনায় লম্বা সময় মিলছে এবার।
আরও পড়ুন- স্বাধীনতার বছরে পথচলা শুরু, হাতে লেখা ‘প্রভাত সাহিত্য পত্রিকা’ আজও ব্যতিক্রমী
গ্রাম থেকে শহর সর্বত্র মা লক্ষ্মীর আরাধনা ঘিরে ফের একবার উৎসবের মেজাজ। তবে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের উদ্বেগ বাড়াচ্ছে লক্ষ্মীপুজোর বাজারদর। তবে লক্ষ্মীপুজোয় বাজারের চড়া দামের বিষয়টি অবশ্য এবারই নতুন নয়। প্রতিবার পুজোর আগের দিন কিংবা পুজোর দিনেও ফল-ফুল, শাক, সবজির দাম চড়া থাকে। প্রায় দ্বিগুণ দামে কিনতে হয় অনেক দশকর্মার সামগ্রীও। এবারও পরিস্থিতির বিশেষ বদল নেই। লক্ষ্মীপুজোয় বাজার করতে গিয়েই তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন- ফেস্টিভ মুডে মুখ্যমন্ত্রী, কার্নিভালে ঢাক-কাঁসর বাজালেন, আদিবাসী নাচে পাও মেলালেন মমতা
সব মিলিয়ে কোজাগরী লক্ষ্মীপুজো ঘিরে দুর্গাপুজোর মাত্র কয়েকদিনের মাথায় বাংলা-জুড়ে ফের একবার উৎসবের টানটান আমেজ। কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে বাড়ি-ঘর-দালান আলপনা দিয়ে সাজিয়ে তোলার তোড়জোড় শুরু কাকভোর থেকেই। অনেকে আবার ঘর সাজানোর এই পর্ব সেরে রেখেছেন গতকালই। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা, ধনদেবীর আরাধনায় বিন্দুমাত্র ফাঁকও রাখতে চান না কেউ।