Advertisment

Mamata Banerjee Health Condition Update: চিকিৎসকরা চোখে-চোখে রেখেছেন মুখ্যমন্ত্রীকে, আজ লালবাজার থেকে বাড়িতে সায়েন্টিফিক উইং

Mamata Banerjee Health Condition Update: বৃহস্পতিবার সন্ধেয় বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কপাল ফেটে রক্ত বেরোতে শুরু করে। সেই সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতেই ছিলেন। তিনিই আহত মুখ্যমন্ত্রীকে দ্রুত SSKM হাসপাতালে নিয়ে যান। সেখানে সাময়িকভাবে মুখ্যমন্ত্রী অচৈতন্য অবস্থায় ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Cm Mamata Banerjee Health Condition Update

Mamata Banerjee Health Condition Update: গতকাল SSKM থেকে বেরনোর পথে মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee Health Condition Update: বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তবে আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। গতকালই তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল SSKM হাসপাতালে। সেখানে তাঁর নাক ও কপাল মিলিয়ে মোট চারটে সেলাই পড়েছে। এদিকে, মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) থেকে শুরু করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)-সহ দেশের তাবড় রাজনীতিবিদ। পিছন থেকে কোনও ধাক্কায় তিনি বাড়িতেই পড়ে যান বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আজ তাঁর বাড়িতে যাবে লালবাজারের (Lalbazar) সায়েন্টিফিক উইং।

Advertisment

মমতা বন্দ্যেপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর X হ্যান্ডেলে তিনি লিখেছেন, "আমি মমতা দিদির দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।" কংগ্রেস নেতা রাহুল গান্ধী X হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, "মমতাজির খুব দ্রুত আরোগ্য কামনা করছি।"

আরও পড়ুন- Mamata returned: থাকতে চাইলেন না হাসপাতালে, জেদাজেদি করে বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধেয় বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কপাল ফেটে রক্ত বেরোতে শুরু করে। সেই সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বাড়িতেই ছিলেন। তিনিই আহত মুখ্যমন্ত্রীকে দ্রুত SSKM হাসপাতালে নিয়ে যান। সেখানে সাময়িকভাবে মুখ্যমন্ত্রী অচৈতন্য অবস্থায় ছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে জ্ঞান ফিরে আসার পরে তাঁকে নিয়ে যাওয়া হয় বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। সেখানেও সঙ্গে ছিলেন অভিষেক।

হাসপাতালে MRI, সিটি স্ক্যান, ECG, ড্রপ্লার টেস্ট করানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসায় তৈরি হয় মেডিক্যাল টিম। তাঁকে হাসপাতালেই পর্যবেক্ষণে থাকতে বলেন চিকিৎসকরা। তবে মুখ্যমন্ত্রী বাড়ি ফিরতে চেয়েছিলেন। তাই তাঁকে বাড়িতেই ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। আপাতত বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

Mamata Banerjee West Bengal SSKM
Advertisment