Advertisment

শেষ পর্যন্ত এসএসকেএমে যেতে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে! আবার কী ঘটল?

শনিবারই বিদেশ সফর শেষে ফিরেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

কলকাতার অন্যতম সেরা সরকারি হাসপাতাল এসএসকেএমে যেতে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রবিবার ছুটির দিন। ডাক্তারের সংখ্যা কম থাকে। সিনিয়র ডাক্তাররা প্রায় থাকেন না বললেই চলে। তার মধ্যে আবার বৃষ্টিমুখর রবিবার। তার মধ্যেই এসএসকেএমে যেতে হল মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি বিদেশ সফর থেকে ফিরেছেন।

Advertisment

দুবাই থেকে স্পেন হয়ে আবার দুবাই সফর করেছেন। সফরে রিয়াল মাদ্রিদের সঙ্গে পশ্চিমবঙ্গের ফুটবলে এক অনন্য যোগসূত্র গড়ে তোলার চেষ্টা করেছেন। বিদেশে একের পর এক শিল্প বৈঠক করেছেন। শিল্পস্থাপনের প্রতিশ্রুতি আদায় করেছেন। এমনকী, ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে পর্যন্ত শিল্প স্থাপনের প্রতিশ্রুতি তিনি আদায় করেছেন। এককথায়, সফল সফর বলেই তৃণমূলের দাবি।

তার মধ্যেই রবিবার কী এমন হল যে মুখ্যমন্ত্রী এসএসকেএমে গেলেন? এই প্রশ্ন যখন বিভিন্ন মহলে ঘুরছে, সেই সময় জানা যায়- পায়ের চোটের চিকিৎসা করাতেই হাসপাতালে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্যই বিকেল চারটা নাগাদ এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের সামনে তাঁর গাড়ি গিয়ে পৌঁছয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, কলকাতার নগরপাল বিনীত গোয়েল।

সামনেই রাজ্যের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। মুখ্যমন্ত্রীর বেশ কয়েকটি পুজো উদ্বোধনের কথা রয়েছে। তাছাড়াও রয়েছে বিপুল কাজের চাপ। দুর্গাপুজো মিটতে না-মিটতেই নভেম্বরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তার মধ্যেই আবার টানা ১২দিনের সফর শেষে শনিবার সন্ধ্যা ৭টায় ঘরে ফেরা। কিন্তু, এই সব ধকলের কারণে নয়, মুখ্যমন্ত্রীর এই চোট জুন মাসে লেগেছে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন- বিদেশ থেকে ফিরতেই মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের, উত্তর মমতারও, তুঙ্গে চর্চা

গত জুনে মুখ্যমন্ত্র উত্তরবঙ্গের জলপাইগুড়ি সফরে গিয়েছিলেন। সেখানে প্রাকৃতিক দুর্যোগের জন্য তাঁর কপ্টার সেবকে বায়ুসেনার ঘাঁটিতে জরুরি অবতরণ করেছিল। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে চোট পেয়েছিলেন। কলকাতায় ফিরে চিকিৎসা করাতে গিয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। ব্যথা বেড়ে যাওয়ায় এবারও সেই এসএসকেএম হাসপাতালেই তিনি পায়ের চোটের চিকিৎসা করালেন।

Helicopter Dubai SSKM Hospital Mamata Banerjee Spain
Advertisment