Coal Scam Anup Maji Surrendered: কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে শর্তসাপেক্ষে জামিন দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়। মঙ্গলবার সকালেই বিশেষ আদালতে আত্মসমর্পণ করেছিলেন লালা। তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিয়ে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিশেষ আদালতের বিচারক। তিন বছর ধরে সুপ্রিম কোর্ট লালাকে রক্ষাকবচ দিয়েছে, কিন্তু এর মধ্যে এর বিরোধিতা করে কেন শীর্ষ আদালতে গেল না সিবিআই তা নিয়ে উষ্মাপ্রকাশ করেন বিচারক।
২১ মের মধ্য়ে কয়লা পাচার মামলার চার্জশিট সব পক্ষকে দেওয়ার নির্দেশ জারি করেছে আসানসোল আদালত। সুপ্রিম কোর্টে ইতিমধ্য়েই রক্ষাকবচ পেয়েছেন অনুপ মাঝি। তবে নিম্ন আদালতের নির্দেশ পালন করতে হবে বলেও জানিয়েছিল সর্বোচ্চ আদালত।
লালাকে রক্ষাকবচ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, তাঁকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। কিন্তু কয়লা পাচার মামলায় চার্জশিট পেশ করে তদন্ত শেষ করার জন্য কেন্দ্রীয় এজেন্সিকে নির্দেশ দেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। আগামী ২১ মে এই মামলায় চার্জশিট পেশ করার কথা সিবিআইয়ের।
উল্লেখ্য, সোমবারই আসানসোলে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। তার পরদিনই আদালতে আত্মসমর্পণ করলেন লালা। কলকাতা হাইকোর্টের এক আইনজীবী এসেছেন আসানসোলে আত্মসমর্পণের প্রক্রিয়ার জন্য।
আরও পড়ুন Sandeshkhali issue: সন্দেশখালি-কাণ্ডে বিরাট অভিযোগ শুভেন্দুর, নিশানা ঘোরালেন পুলিশ, আইপ্যাকের দিকেও
সিবিআইয়ের পাশাপাশি ইডিও কয়লা পাচারকাণ্ডে তদন্ত করছে। ইডির মামলায় কিন্তু রক্ষাকবচ নেই লালার। তাই এই কেন্দ্রীয় এজেন্সি লালাকে গ্রেফতারের পথে হাঁটবে কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে, ইডির গ্রেফতারি এড়াতেই আত্মসমর্পণ করেছেন লালা।