বাংলার কনটেনমেন্ট জোনে ৭ দিনের কড়া লকডাউন, দক্ষিণ ২৪ পরগনায় অতিরিক্ত কনটেনমেন্ট জোন দেখে ক্ষুব্ধ মমতা

মমতা বলেন, ''আগামী ৭দিন আপাতত কড়া নজর চলবে। পরিস্থিতি বুঝে ৭ দিন পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে''।

মমতা বলেন, ''আগামী ৭দিন আপাতত কড়া নজর চলবে। পরিস্থিতি বুঝে ৭ দিন পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে''।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee,মমতা বন্দ্য়োপাধ্য়ায়, মমতা, মমতা ব্য়ানার্জী, মমতা ব্য়ানার্জি, coronavirus, করোনা, করোনাভাইরাস, mamata, mamata latest news, corona, safe home centre, সেফ হোম সেন্টার

মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

করোনার বাড়বাড়ন্তে বাংলায় বৃহস্পতিবার থেকে ফের কঠ‍োর লকডাউন জারি করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে আগামী ৭ দিনের জন্য় কনটেনমেন্ট জোনে কঠোর লকডাউন জারি করা হচ্ছে বলে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

Advertisment

কোথায় কোথায় কনটেনমেন্ট জোন? জানতে ক্লিক করুন এখানে

এদিন মমতা বলেন, ''আগামী ৭দিন আপাতত কড়া নজর চলবে। পরিস্থিতি বুঝে ৭ দিন পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ছোট ছোট এলাকাকে কনটেনমেন্ট জোন করা হয়েছে''।

Advertisment

আরও পড়ুন: কাল থেকে ৯ জেলার কনটেনমেন্ট-বাফার জোনে লকডাউন

এদিকে, দক্ষিণ ২৪ পরগনায় কনটেনমেন্ট জোনের তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এ প্রসঙ্গে নবান্নে বৈঠকে মমতা বলেন, ''বারুইপুর, রাজপুরে কি সব এলাকাকে কনটেনমেন্ট জোন করা হয়েছে? আমার মনে হয় বেশি ঢোকানো হয়েছে। জেলাশাসক কি জানেন এলাকাগুলি? ক'টা করোনা সংক্রমণ হয়েছে? রাজপুর-সোনারপুরে বেশি করা হয়েছে। পুরো জেলাটা স্তব্ধ করা হয়েছে। আরেকবার রিভিউ করো। আমি এটার সঙ্গে একমত নই। দিতে হয় দিয়ে দিয়েছে! ভোটার লিস্ট দেখে না কি!''

মাস্ক পরা নিয়ে এদিন পুলিশকে নির্দেশ দিয়ে মমতা বলেন, ''মাস্ক পরে বেরোতে হবে। মাস্ক না পরে বাইরে বেরোলে তাঁকে বাড়ি পাঠিয়ে দাও''।

উল্লেখ্য়, বাংলায় গত কয়েকদিনে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে কনটেনমেন্ট জোনে লকডাউন জারির সিদ্ধান্ত নিল রাজ্য় সরকার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee