Advertisment

রাজ্যে আরবান সমবায় ব্যাঙ্কে প্রথমবার এটিএম পরিষেবা, সৌজন্যে সমতা

রাজ্যে নজির গড়তে চলেছে সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড। এই প্রথমবার এটিএম পরিষেবা শুরু করছে তারা। যার মানে এ রাজ্যে প্রথমবার শহরাঞ্চলের কোনও সমবায় ব্যাঙ্কে এটিএম পরিষেবা চালু হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
atm, এটিএম

প্রথমবার এটিএম পরিষেবা চালু করে নজির গড়ছে সমতা সমবায় ব্যাঙ্ক। ছবি সৌজন্যে, ব্যাঙ্ক।

চটজলদি উপায়ে নিজের টাকা তোলার জন্য ছোট্ট চতুষ্কোণ এটিএম কার্ডের জুড়ি মেলা ভার। টাকা তোলাই হোক কিংবা লেনদেন, কে আর ব্যাঙ্কে গিয়ে ঝক্কি পোহাতে চান? তবে  সব সমবায় অর্থাৎ কো-অপারেটিভ ব্যাঙ্কের গ্রাহকদের হাতে ওই কার্ড নেই। বা বলা ভালো, ছিল না।

Advertisment

রাজ্যে শহরাঞ্চলে সমবায় ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা এ যাবৎকাল কোনও এটিএম থেকেই তোলা যেত না। এবার সেই সুবিধাই গ্রাহকদের দিচ্ছে এ রাজ্যেরই একটি আরবান সমবায় ব্যাঙ্ক। পশ্চিমবঙ্গ সমবায় ব্যাঙ্কের শতবর্ষে নজির গড়তে চলেছে সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড। ২২ বছর ধরে পথ চলার পর এই প্রথমবার এটিএম পরিষেবা শুরু করছে তারা। যার মানে এ রাজ্যে প্রথমবার কোনও আরবান সমবায় ব্যাঙ্কে এটিএম পরিষেবা চালু হচ্ছে। এমনটাই দাবি ওই ব্যাঙ্কের চিফ ম্যানেজারের।

এ প্রসঙ্গে সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের চিফ ম্যানেজার দেবাশিস ভট্টাচার্য ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "খুব শীঘ্রই আমরা এটিএম পরিষেবা শুরু করছি। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়েই এই পরিষেবা চালু করব আমরা। ইতিমধ্যেই আমরা রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্র পেয়েছি" কোথায় কোথায় বসছে এটিএম কাউন্টার? জবাবে দেবাশিসবাবু বললেন, "আমাদের দুটি শাখা রয়েছে, একটা পলতা ও আরেকটা সল্ট লেক করুণাময়ীতে। ওই দুই শাখাতেই এটিএম কাউন্টার খোলা হচ্ছে আপাতত। তবে আগামীদিনে আরও খোলা হবে।"

উল্লেখ্য, এ রাজ্যে কয়েকটি সমবায় ব্যাঙ্কে এটিএম পরিষেবা শুরু হলেও শহরাঞ্চলের সমবায় ব্যাঙ্কগুলোয় এটিএম পরিষেবা ছিল না।

আরও পড়ুন: নাট্যকর্মীদের ‘আরোগ্য’-র জন্য এবার স্বাস্থ্য পরীক্ষা শিবির

এটিএম পরিষেবা প্রসঙ্গে ওই সমবায় ব্যাঙ্কের চিফ ম্যানেজার আরও জানালেন, "দেশের সব ব্যাঙ্কের এটিএম থেকেই আমাদের গ্রাহকরা টাকা তুলতে পারবেন। তবে আমরা এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে হাত মেলাচ্ছি। এইচডিএফসির যে কোনও এটিএম থেকে আমাদের গ্রাহকরা একই দিনে পাঁচবারের বেশি টাকা তুললেও অতিরিক্ত টাকা দিতে হবে না। যতবার খুশি টাকা তুলতে পারবেন।"

অন্যদিকে, এ বছর পারফরম্যান্সের নিরিখে সেরা সমবায় ব্যাঙ্কের শিরোপা পেয়েছেন দেবাশিসবাবুরা। এ প্রসঙ্গে তিনি জানালেন, "এ বছর রাজ্যে ৪৮টি সমবায় ব্যাঙ্কের মধ্যে কাজের নিরিখে আমরা সেরার পুরস্কার পেয়েছি। আগামী সোমবার নেতাজি ইন্ডোরে ওই পুরস্কার গ্রহণ করব আমরা।" উল্লেখ্য, আগামী ১৯ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলবে সমবায় মেলা।

kolkata news ATM
Advertisment