Advertisment

লাফিয়ে বাড়ছে করোনা, কলকাতায় আক্রান্ত ২,৩৯৮ জন, রাজ্যে সাড়ে ৪ হাজার পার

শুক্রবারের তুলনায় শনিবার প্রায় ১২০০ জন বেশি সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৯ জনের।

author-image
IE Bangla Web Desk
New Update
কোভিড থেকেই ব্লাড প্রেসারের সমস্যা বাড়তে পারে? জানুন কী বলছেন বিশেষজ্ঞরা?

প্রতীকী ছবি

লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবারের তুলনায় শনিবার প্রায় ১২০০ জন বেশি সংক্রমিত হয়েছেন। স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় গত ২৪ ঘন্টায় কোভিড পজিটিভের সংখ্যা ৪ হাজার ৫১২ জন। সংক্রমণের নিরিখে এগিয়ে কলকাতা। তিলোত্তমায় সংক্রমিত প্রায় আড়াই হাজারের কাছাকাছি। করোনায় রাজ্যে মৃত্যু হয়েছে ৯ জনের।

Advertisment

গভীর হচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের থাবাও। ও রাজ্যে ওমিক্রনে সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫।

আরও পড়ুন- বঙ্গে করোনা শঙ্কা, বাতিল ‘দুয়ারে সরকার’ ক্যাম্প-‘স্টুডেন্টস উইক’ অনুষ্ঠান

স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৪২ হাজার ৯৯৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ৯ হাজার ৯২৪ জন। গত ২৪ ঘন্টায় সুস্থতার সংখ্যা ১ হাজার ৯১৩। বর্তমানে রাজ্য়ে করোনায় সুস্থথার হার ৯৭.৯৯ শতাংশ।

বেড়েছে অ্যাকটিভ কেস। এখনও পর্যন্ত বাংলায় করোনায় সক্রিয় রোগী রয়েছেন ২ হাজার ৫৯০ জন। মারণ বাইরাসে রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৭৭৩ জন। গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৯ জন। মৃত্যু হার ১.২০ শতাংশ।

আরও পড়ুন- করোনার বাড়বাড়ন্ত, হাইকোর্ট সহ অন্যান্য আদালতে শুধু ভার্চুয়াল শুনানির নির্দেশ

ভয় ধরাচ্ছে কলকাতার পরিস্থিতি। ক্রমেই বাড়ছে দৈনিক সংক্রমিতের হার। গত ২৪ ঘন্টায় এই শহরে কোভিড পজিটিভের সংখ্যা ২ হাজার ৩৯৮। মৃত্যু হয়েছে ২ জনের। এরপরই রয়েছে, উত্তর ২৪ পরগনা (আক্রান্ত ৬৮৮ জন, মৃত ২ জন), হাওড়া (আক্রান্ত ৩৪৪ জন, মৃত ২ জন), পশ্চিম বর্ধমান (আক্রান্ত ২৪১ জন, মৃত ২ জন), দক্ষিণ ২৪ পরগনা (আক্রান্ত ১৯৮ জন, মৃত ১ জন), হুগলি (আক্রান্ত ১৬৫ জন)। দক্ষিণের তুলনায় রাজ্যের উত্তরের জেলাগুলিতে আক্রান্তের হার অপেক্ষাকৃত কম।

শনিবার রাজ্যের করোনা বুলেটিন অনুসারে শুক্রবার রাজ্যে ৩৭,৫৪২টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যের পজিটিভি রেট ১২.২ শতাংশ।

প্রতট হচ্ছে করোনার থাবা। এই পরিস্থিতে নাস্ক পড়া, দূরত্ববিধি বজায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। চলছে সচেতনার কাজ। ৩রা জানুয়ারি থেকে ফের রাজ্যে কড়া বিধি কার্যকর হতে পারে বলে জোর গুঞ্জন।

kolkata West Bengal corona Corona Vaccination Corona Death Corona in bengal Corona Today Kolkata corona
Advertisment