/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/corona.jpg)
ওমিক্রন আতঙ্ক চরমে উঠেছে দেশে। এই আবহে দেশের দৈনিক সংক্রমণ মোটের উপর একই জায়গায় দাঁড়িয়ে।
গত বৃহস্পতিবার দীপাবলির দিন রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল প্রায় হারের কাছাকাছি। শুক্রবার তা বেশ কিছুটা কমেছে। শনিবার এই হার আরও কমল। স্বাস্থ্যদফতরের দেওয়া রিপোর্ট অনুসারে, গত ২৪ ঘণ্টায় বাংলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৬৭০ জন। সুস্থ হয়েছেন ৭৬৪ জন। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। মৃত্যু হয়েছে ১৪ জনের। এর মধ্যে ৪ জন কলকাতার, ৩ জন দক্ষিণ ২৪ পরগনার।
এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৯৭ হাজার ৭৬৫ জন। সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ৭০ হাজার ৫২১ জন। মোট মৃত ১৯ হাজার ২১৫ জন। মৃত্যু হার ১.২০ শতাংশ। কমেছে করোনার সক্রিয় রোগীর সংখ্যা। বাংলায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছে ৮ হাজার ২৯ জন। যা গতকালের তুলনায় ১০৮ জন কম।
রাজ্যে দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষ অবস্থানে সেই কলকাতাই। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সংক্রমিতের সংখ্যা ১৮১ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (আক্রান্ত ১২৬ জন)। এরপরই রয়েছে হাওড়া (আক্রান্ত ৬০ জন), দক্ষিণ ২৪ পরগনা (আক্রান্ত ৪৪ জন) ও হুগলি (আক্রান্ত ৪১ জন)।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ২২১ টি। পজেটিভিটি রেট ২.২১ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us