তৃতীয় ঢেউয়ের কামড় আলগা হচ্ছে পশ্চিমবঙ্গে। ক্রমশ কমছে করোনার দৈনিক সংক্রমণ। মারণ ভাইরাসে প্রতিদিনের মৃত্যু সংখ্যা কমে ৩০-য়ের নীচে। নিম্নমুখী পজিটিভিটি রেটও। রাজ্যজুডে সংক্রমণের নিরিখে জেলাগুলির মধ্যে শীর্ষে উত্তর ২৪ পরগনা। দৈনিক আক্রান্ত ও মৃত্যু- উভয়ই এই জেলায় বেশি। কলকাতায় কোভিড সংক্রমণের হার ১০০-র কম।
স্বাস্থ্য দফতরের প্রকাশিত সোমবার সন্ধ্যার পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৬৪১ জন। গতদিন এই পরিসংখ্যান ছিল ৮৩৫। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মোট কোভিড আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৫১৩ জন।
দৈনিক সুস্থতার সংখ্যা ১ হাজার ৭৭২ জন। গতদিন যা ছিল ২ হাজার ০৮৩ জন। শতাংশের বিচারে বেড়েছে সুস্থার হার (৯৮.১২%)।
আরও কমল পজিটিভিটি রেট। সোমবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বলেটিন অনুযায়ী পশ্চিমবঙ্গে করোনার পজিটিভিটি রেট ২.৫৯ শতাংশ। অ্যাকটিভ রোগীর সংখ্যা গত দিনের তুলনায় কমেছে ১ হাজার ১৩০ জন। বর্তমানে রাজ্যে কোভিড সক্রিয় রোগীক সংখ্যা ১৬ হাজার ৮৬৪ জন।
টানা তিন সপ্তাহের বেশি এ রাজ্যে করোনার প্রাণহানির সংখ্যা ৩০-য়ের উপর থাকলেও গত ২৪ ঘন্টায় করোনায় দৈনিক মৃত্যু কমেছে। গত ২৪ ঘন্টায় কোভিডে এ রাজ্যে প্রাণ গিয়েছে ২৯ জনের। বঙ্গে মৃত্যু হার ১.০৪ শতাংশ।
আক্রান্তের নিরিখে রাজ্যে ফের শীর্ষে উত্তর ২৪ পরগনা। এই জেলায় দৈনিক করোনা সংক্রমিত হয়েছেন ১০৫ জন। মৃত ১০ জন। এরপরই তালিকায় রয়েছে, কলকাতা (আক্রান্ত- ৭৫, মৃত ৭), দক্ষিণ ২৪ পরগনা (আক্রান্ত- ৬৫ মৃত ০), জলপাইগুড়ি (আক্রান্ত- ৩৫, মৃত ৪), দার্জিলিং (আক্রান্ত- ৩৫, মৃত ২)।
দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ২৪ হাজার ৭৮৬। গত ২৪ ঘন্টায় করোনা টিকাকরণ হয়েছে ২১ লাখ ৬৪৬ জনের। এর মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৬ হাজার ৬২৩ জন ও প্রথম ডোজ পেয়েছেন ১ হাজার ৪১৫ জন।