রাজ্যে ফের করোনায় দৈনিক সংক্রমণের হার বাড়ল। আবারও ৩০-য়ের উপরে উঠলো মৃত্যুর সংখ্যা। তবে নিম্নমুখী পজিটিভিটি রেট। গোটা বাংলায় সংক্রমণের নিরিখে জেলাগুলির মধ্যে শীর্ষে কলকাতা। গত ২৪ ঘন্টায় ফের ১০০ ছাপিয়ে গিয়েছে তিলোত্তমার দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। মৃত্যুও বেশি কলকাতাতেও।
মঙ্গলবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৭৩৬ জন। গতদিন এই পরিসংখ্যান ছিল ৬৪১। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ৭ হাজার ২৪৯ জন।
দৈনিক সুস্থতার সংখ্যা ১ হাজার ৫৫৯ জন। গতদিন যা ছিল ১ হাজার ৭৭২ জন। শতাংশের বিচারে বেড়েছে সুস্থার হার (৯৮.১৬%)।
আরও কমল পজিটিভিটি রেট। সোমবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বলেটিন অনুযায়ী পশ্চিমবঙ্গে করোনার পজিটিভিটি রেট ১.৮৭ শতাংশ। অ্যাকটিভ রোগীর সংখ্যা গত দিনের তুলনায় কমেছে ৮৫৫ জন। বর্তমানে রাজ্যে কোভিড সক্রিয় রোগীক সংখ্যা ১৬ হাজার ৯ জন।
টানা তিন সপ্তাহের বেশি সময় পর গতদিন এ রাজ্যে করোনায় প্রাণহানির সংখ্যা ৩০-য়ের নীচে ছিল। মৃত্যু হয়েছিল ২৯ জনের। তবে গত ২৪ ঘন্টায় কোভিডে বাংলায় প্রতিদিনের প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। বঙ্গে মৃত্যু হার ১.০৪ শতাংশ।
আক্রান্তের নিরিখে রাজ্যে ফের শীর্ষে কলকাতা। এই জেলায় দৈনিক করোনা সংক্রমিত হয়েছেন ১০৮ জন। মৃত ৫ জন। এরপরই তালিকায় রয়েছে, উত্তর ২৪ পরগনা (আক্রান্ত- ৯৪, মৃত ৪), দক্ষিণ ২৪ পরগনা (আক্রান্ত- ৫৪ মৃত ১), দার্জিলিং (আক্রান্ত- ৫২, মৃত ০), আলিপুরদুয়ার (আক্রান্ত- ৪৯, মৃত ০)।
দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ৩৯হাজার ৩৪৭। গত ২৪ ঘন্টায় করোনা টিকাকরণ হয়েছে ৬ লাখ ২০ হাজার ৮৪১ জনের। এর মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ লক্ষ ২২ হাজার ৪৫৭ জন ও প্রথম ডোজ পেয়েছেন ৩৯ হাজার ৬৩৫ জন।