Advertisment

সামান্য কমলেও রাজ্যের করোনা পরিস্থিতি উদ্বেগজনকই, মৃত ৩

স্বাস্থ্যদফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১,৪৯৯ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
rate of corona infection in bengal increased as soon as the puja met

চলছে করোনার টিকাকরণ।

গতদিন বাংলায় কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ১,৭৩৯ জন। শনিবার তা কিছুটা কমেছে। যদিও সংখ্যাটা মোটেই স্বস্তির নয়। স্বাস্থ্যদফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১,৪৯৯ জন। পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৪.৯৪ শতাংশ।

Advertisment

এ দিন করোনায় প্রাণ গিয়ছে ৩ জনের। এর মধ্যে একজন উত্তরবঙ্গের বাসিন্দা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে তাঁর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত রাজ্যে করপোনার বলি ২১,২২২ জন। মৃত্যু হার ১.০৪ শতাংশ।

বাংলায় আজ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ২০,৩২,৬৩৩ জন। এই রোগকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন মোট ২০,০২,১৫১ জন। দৈনিক সুস্থতার হার ৪৮৩ জন। সুস্থতার হার ৯৮ শতাংশের বেশি।

সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। তিলোত্তমায় গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৫৫০ জন। এরপরই তালিকায় উত্তর ২৪ পরগনা (আক্রান্ত ৪২৯ জন), দক্ষিণ ২৪ পরগনা (আক্রান্ত ৯৮ জন) ও হুগলিতে (আক্রান্ত ৮৮ জন)। এছাড়া, হাওড়া, পশ্চিম মেদিনীপুরেও সংক্রমণের হার ঊর্ধ্বমুখী।

এ দিন রাজ্য়ে টিকা দেওয়া হয়েছে ৪৬,৭৩১ ডোজ। বুস্টার ডোজ ৩৮ হাজার সামান্য বেশি পরিমাণ দেওয়া হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজারের বেশি।

Corona Bengal West Bengal Corona in bengal corona Kolkata corona
Advertisment