Advertisment

কলকাতা মেডিকেল থেকে জীবনদায়ী ওষুধ চুরি, রাজ্যে দৈনিক সংক্রমণের হার ১০ হাজারের কম

বাংলায় সুস্থতার হার ৯৩ শতাংশের বেশি। কমেছে দৈনিক মৃত্যুও।

author-image
IE Bangla Web Desk
New Update
tosilizumab injection stolen from calcutta medical college

জীবনদায়ী ওষুধ চুরি ঘিরে কলকাতা মেডিক্যালে চাঞ্চল্য

প্রায় দেড় মাস দিন পর কিছুটা স্বস্তি। বাংলায় সংক্রমণের হার কমছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন দশ হাজারের কম মানুষ। দৈনিক আক্রান্তের সংখ্যা ৯,৪২৪ জন। করোনাভাইরাসে প্রাণ গিয়েছে ১৩৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৭, ৭২২ জন। সুস্থতার হার ৯৩ শতাংশের বেশি।

Advertisment

সোমবারের তুলনায় মঙ্গবার কলকাতায় সংক্রমণের হার কমেছে। দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘন্টায় এই জেলায় আক্রান্ত ২,০২৮ জন। দ্বিতীয়স্থানে কলকাতা। মহানগরে আক্রান্ত ১,০৩২ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে সংক্রমিত সেখানকার ৭৫৫ জন। হাওড়া রয়েছে চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ৬৬১ জন।

এদিকে মারণ ভাইরাস-ব্ল্যাক ফাঙ্গাসের বাড়াবাড়ির মধ্যেই রাজ্যের অন্যতম কোভিড হাসপাতাল কলকাতা মেডিক্যাল কলেজ থেকে উধাও হয়ে গেল করোনা চিকিৎসায় ব্যবহৃত জীবনদায়ী ইঞ্জেকশন ২৬টি টোসিলিজুমাব। যার দাম প্রায় ১০ লক্ষ টাকা। অভিযোগের তির শাকল দল ঘনিষ্ট হাসপাতালেরই এক চিকিৎসকের দিকে। অভিযোগ, প্রভাব খাটিয়ে কর্তব্যরত এক নার্সের কাছ থেকে ওই ইঞ্জেকশন হাতিয়েছেন ওই চিকিৎসক।এ সংক্রান্ত একটি অডিও ভাইরালের পরই ঘটনাটি প্রকাশ্যে আসে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতরও।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata calcutta medical college West Bengal coronavirus Corona in bengal
Advertisment