Advertisment

রাজ্যে ফের করোনা ঝড়, ভোটের আগেই সংক্রমণ বাড়ছে কলকাতায়

Covid-19: শুক্রবার নতুন করে আক্রান্ত হলেন ৬৪৬ জন। কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যাও প্রায় আড়াইশোর কাছাকাছি পৌঁছল।

author-image
IE Bangla Web Desk
New Update
India reported 34,403 new Covid cases on 17 september, 2021

ফাইল চিত্র

প্রথম দফা ভোট শুরুর আগে রাজ্যে এক লাফে প্রায় সাড়ে ছ'শো ছুঁইছুঁই করোনা আক্রান্তের সংখ্যা। চলতি বছরের শুরুতে এমন সংক্রমণ সংখ্যা ছিল। শুক্রবার নতুন করে আক্রান্ত হলেন ৬৪৬ জন। কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যাও প্রায় আড়াইশোর কাছাকাছি পৌঁছল।

Advertisment

স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে যে ৬৪৬ জনের মধ্যে নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে। এর মধ্যে কলকাতার নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২৩৯ জন। এর পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় ১৫৩ জন নতুন করে সংক্রমিত হয়েছে।

এদিকে রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। টিকা দেওয়ার প্রক্রিয়া জারি থাকলেও সংক্রমণ বাড়ছে ঝড়ের গতিতে। এই অবস্থায় দোলযাত্রার দুদিন আগেই অ্যাডভাইজারি জারি করল স্বাস্থ্য দফতর। দোল যাত্রা এবং হোলিতে রাশ টানা হয়েছে নতুন বিধি জারি করে।

কী বলা হয়েছে নির্দেশিকায়?

স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, দোল উৎসব উপলক্ষে কোনও জমায়েত বা শোভাযাত্রা বা পদযাত্রার আয়োজন না করার কথা বলা হয়েছে। দোল পরিবারের মধ্যেই নির্দিষ্ট নিয়ম মেনে খেলার অনুরোধ করা হয়েছে। শারীরিক দূরত্ব বজায় রেখে দোল খেলার কথা বলা হয়েছে। পাশাপাশি ভিড় এড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশিকায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata news West Bengal coronavirus COVID-19 corona virus
Advertisment