Advertisment

বাংলায় করোনা 'ঝড়', একদিনে আক্রান্ত ২২৭৮, বাড়ল মৃতের সংখ্যা

এ নিয়ে রবিবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৪৮৭। বাংলায় করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৬ হাজার ৪৯২।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL
নিত্যদিন রেকর্ড সংক্রমণে চিন্তা বাড়ছে বাংলায়। গত ২৪ ঘন্টায় রাজ্যে ২ হাজার ২৭৮ জন। এ নিয়ে রবিবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৪৮৭। বাংলায় করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৬ হাজার ৪৯২। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
Advertisment
এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ১১১২। অন্যদিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ১৩৪৪ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৪ হাজার ৮৮৩ জন। রাজ্যে সুস্থতার হার ৫৮.৫৬ শতাংশ।
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ হাজার ২৭৫। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৩৮৯০),হাওড়া (১৫৯২), দক্ষিণ ২৪ পরগনা (১৩৬৫), মালদা (৬৩৯), হুগলি (৬৫৫)।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ১৩ হাজার ২৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৬ লক্ষ ৭৬ হাজার ৩৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে মোট ৮১টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ২৭, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৪। মোট কোভিড বেডের সংখ্যা ১১ হাজার ২৭, মোট আইসিউ বেডের সংখ্যা ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্যে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ৩৯ হাজার জন। ভারতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ লক্ষেরও বেশি। একদিনে মৃত্যু হয়েছে ৫৪৩ জনের। দেশে মোট মৃতের সংখ্যা ২৬ হাজার ৮১৬। তবে সুস্থ হয়ে উঠেছে ৬ লক্ষ ৭০ হাজার জন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
West Bengal coronavirus COVID-19
Advertisment