bengal coronavirus update: রাজ্যের দৈনিক সংক্রমণ ও মৃত্যু ক্রমাগত কমছে। উন্নতি হচ্ছে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থতির, যা বেশ স্বস্তিদায়ক। তবে সতর্ক করছেন চিকিৎসকেরা। সামান্য বেলাগামেই স্বস্তি বদলে যেতে পারে অস্বস্তিতে।
স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৮৩ জনের। দৈনিক মৃত্যুর হার ৮৯ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৩২১ জন। বাংলায় সুস্থতার হার ৯৭.৮০ শতাংশ।
আরও পড়ুন- টিকার স্লট বুকিং পেটিএম-ইনফোসিস-মেক মাই ট্রিপে, কেন্দ্রীয় অনুমোদনের অপেক্ষা
এখনও আক্রান্তের নিরিখে রাজ্যে এগিয়ে উত্তর ২৪ পরগনা। এই জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭২ জন। মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ২০ জনের। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬৬ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। তৃতীয় স্থানে উঠে এসেছে হাওড়া। একদিনে সংক্রমিত সেখানকার ৩৫৫ জন। হুগলি চতুর্থ স্থানে। এই জেলায় একদিনে সংক্রমিত ৩৫০ জন। উত্তরবঙ্গের করোনা গ্রাফও বেশ খানিকটা নিম্নমুখী। তবে উদ্বেগ কমেনি দার্জিলিং ও জলপাইগুড়ির।
এখনও পর্যন্ত বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ্য ৫২ হাজার ৯৮৭ জন। মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ্য ২১ হাজার ৭৬৪ জন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন