নির্বাচনী আবহে ভাল নেই বাংলা। করোনা আক্রান্তে প্রতিদিনই ভাঙছে পুরোনো সব রেকর্ড। শনিবার দৈনিক আক্রান্তের সংখ্যা রেকর্ড তৈরি করে ৪ হাজারের গন্ডি পেরিয়েছিল। আর বুধবারের মধ্যেই তা ৬ হাজার ছুঁইছুঁই। কলকাতায় নতুন আক্রান্তের সংখ্যা দেড় হাজারেরও বেশি। ১ হাজারেরও বেশি আক্রান্ত উত্তর ২৪ পরগনায়।
সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ চিন্তা বাড়িয়েই চলছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার অস্বাভাবিক ভাবে বেড়ে ১৩ শতাংশের উপরে উঠে গিয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮৯২ জন।
শহর কলকাতায় একদিকে আক্রান্ত ১,৬০১ জন। সংক্রমণের নিরিখে প্রত্যাশিতভাবেই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ১,২৭৭ জন করোনা আক্রান্ত হয়েছে। হাওড়ায় একদিনে আক্রান্ত ৩৩০ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৬ লক্ষ ৩০ হাজার ১১৬ জন। পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দার্জিলিংইয়েও বাড়ছে কোভিড-১৯।
রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক টিকাকরণ হয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৭২৭। এ নিয়ে রাজ্যে মোট ৮৩ লক্ষ ৪৫ হাজার ৭৫৩ জনকে কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে। আপাতত করোনা রুখতে টিকাকরণকেই হাতিয়ার করা হচ্ছে দেশে।
এদিকে, দাপিয়ে বাড়ছে সংক্রমণ। পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি সর্বদল বৈঠক ডাকল নির্বাচন কমিশন৷ শুক্রবার দুপুর ২টোয় সিইও-র দফতরে ১০টি রাজনৈতিক দলকে নিয়ে কমিশন বৈঠকের ডাক দিয়েছে। প্রতিটি রাজনৈতিক দল থেকে একজন করে প্রতিনিধিত্ব করবেন এমনটাই জানা গিয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন