রাজ্যে বাড়ল দৈনিক করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৪৪৭ জন। গতদিন এই সংখ্যা ছিল, ১০ হাজার ৪৩০ জন। তবে পজিটিভিটি রেট নিম্নমুখী। বাংলায় করোনার পজিটিভিটি রেট ১৬, ৯৮ শতাংশ। যা গতদিন ছিল ১৯.৩৮ শতাংশ। কলকাতায় দৈনিক সংক্রমিত ২ হাজার ১৫৪ জন। যা তার আগের দিনের চেয়ে সামান্য কম। বেড়েছে মৃত্যুর সংখ্যাও।
কলকাতা থেকে বিমানে দেশের সাত রাজ্য ও কেন্দ্র শাসতিত অঞ্চলে যাতায়াতে লাগবে করোনার আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট। এই ৭টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলহল- ওড়িশা, মণিপুর, নাগাল্যান্ড, পোর্ট ব্লেয়ার, জম্মু-কাশ্মীর এবং লাদাখ। কোভিড সংক্রমণ রুখতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
বিধিনিষেধের কড়াকড়ি, এদিকে হাসপাতালের জরুরি বিভাগের বাইরে বসে রয়েছেন করোনা রোগী। সেখানে দাঁড়িয়ে তাঁকে পরীক্ষা করছেন চিকিৎসক। ঘটনা বেলেঘাটা আইডি হাসপাতালের। যা ঘিরে বাড়ছে উদ্বেগ। হাসপাতালের দাবি, জরুরি বিভাগে আইসোলেশন রুম না থাকায় করোনা আক্রান্তদের বাইরে বসিয়ে রাখা হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, করোনার উপসর্গ নিয়ে কোনও রোগী গাড়িতে এলে, তাঁকে সেখানে এসে পরীক্ষা করে যাবেন চিকিৎসক।
রাজ্যে সুস্থতার হার ৯১.০৯ শতাংশ। যা আগের দিন ছিল গত ৯০.৮৩। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৬৭ হাজারের বেশি। এই সংখ্যা গতদিনের তুলনায় প্রায় ১৪ হাজার বেশি।
কোভিডে দৈনিক মৃত্যুহার গত ২৪ ঘন্টায় এ রাজ্যে বেড়েছে। মৃত্যু হয়েছে ৩৮ জনের। যা গতিনে এই সংখ্যা ছিল ৩৪। কলকাতায় প্রাণ গিয়েছে ১৪ জনের।
গত দিনের তুলনায় কলকাতায় সামান্য কমেছে সংক্রমণের সংখ্যা। গতকাল মহানগরে করোনায় নতুন করে আক্রান্ত ছিলেন ২ হাজার ২০৫ জন। এ দিন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৫৪ জনে।
বাংলায় করোনার পজিটিভিটি রেট ১৬, ৯৮ শতাংশ। যা গতদিনের তুলনায় বেশ খানিকটা কম। গতদিন রাজ্যে কোভিডের পজিটিভি রেট ছিল ১৯.৩৮ শতাংশ।
রাজ্যে বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। বাংলায় গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৪৪৭ জন। গতদিন এই সংখ্যা ছিল, ১০ হাজার ৪৩০ জন।
কলকাতা থেকে বিমানে দেশের সাত রাজ্য ও কেন্দ্র শাসতিত অঞ্চলে যাতায়াতে লাগবে করোনার আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট। এই ৭টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলহল- ওড়িশা, মণিপুর, নাগাল্যান্ড, পোর্ট ব্লেয়ার, জম্মু-কাশ্মীর এবং লাদাখ। কোভিড সংক্রমণ রুখতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
হাসপাতালের জরুরি বিভাগের বাইরে বসে রয়েছেন করোনা রোগী। সেখানে দাঁড়িয়ে তাঁকে পরীক্ষা করছেন চিকিৎসক। বেলেঘাটা আইডি হাসপাতালের এই ছবি ঘিরে বাড়ছে উদ্বেগ। হাসপাতালের দাবি, জরুরি বিভাগে আইসোলেশন রুম না থাকায় করোনা আক্রান্তদের বাইরে বসিয়ে রাখা হচ্ছে।
হাসপাতাল সূত্রে খবর, করোনার উপসর্গ নিয়ে কোনও রোগী গাড়িতে এলে, তাঁকে সেখানে এসে পরীক্ষা করে যাবেন চিকিত্সক। এরপর ভর্তির প্রয়োজন হলে, হাসপাতালের গাড়ি করে রোগীকে ভিতরে নিয়ে যাওয়া হবে। করোনা আবহে কোভিড চিকিৎসার উৎকর্ষ কেন্দ্র বেলেঘাটা আইডি হাসপাতালের এই নিয়ম ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
ইতিমধ্যেই রাজ্যজুড়ে বহু ব্যাঙ্ক কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। যার সরাসরি প্রভাব পড়ছে প্রতিদিনের পরিষেবায় । ব্যাঙ্কে কর্মী সংখ্যা কমে যাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা।
ছড়াচ্ছে সংক্রমণ। করোনা জব্দে তৎপর বারুইপুর পুরসভা। আগামিকাল বৃহস্পতিবার ও শুক্রবার বারুইপুরে সব দোকান-বাজার বন্ধ থাকার ঘোষণা। মিষ্টি, চশমা, দুধের দোকান খোলা থাকবে। খোলা থাকবে ওষুধের দোকান।